যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সাথে যোগাযোগ করবে। তবে কেবল তখনই যোগাযোগ হবে যখন যুক্তরাজ্য এবং ফ্রান্সের পারমাণবিক অস্ত্রাগার অন্তর্ভুক্ত করা হবে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পারমাণবিক অস্ত্র হ্রাস করার জন্য কাজ করতে চান। ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে রাশিয়া এবং চীনও তাদের অস্ত্র কমানোর বিষয়টি সমর্থন করতে পারে।

ট্রাম্পের মন্তব্যের জবাবে পেসকভ তাসকে বলেন, “আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা প্রক্রিয়া শুরু করতে আগ্রহী।”

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে, সব পারমাণবিক ক্ষমতা বিবেচনায় নেওয়া দরকার। বিশেষ করে, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পারমাণবিক ক্ষমতা বিবেচনা না করে আলোচনা করা অসম্ভব। বর্তমান বাস্তবতা এটিকে প্রয়োজনীয় করে তোলে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ