বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রোহিত-বাবরদের সঙ্গী রাজা
Published: 25th, January 2025 GMT
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। এ বছর ফরম্যাটটিতে ভারতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তাই ভারতের আধিপত্য স্পষ্ট। একাদশে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার, যার অধিনায়ক করা হয়েছে সদ্য টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত শর্মাকে।
ভারত ছাড়াও বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, এবং ইংল্যান্ডের ফিল সল্ট। উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
এছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান, শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা এই একাদশে জায়গা করে নিয়েছেন। তবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে স্থান পাননি।
এর আগে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে। সেখানেও বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। তবে ওয়ানডে একাদশে ভারতের কেউ না থাকলেও, টি-টোয়েন্টিতে তারা তাদের প্রভাব ধরে রেখেছে।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক