বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রোহিত-বাবরদের সঙ্গী রাজা
Published: 25th, January 2025 GMT
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। এ বছর ফরম্যাটটিতে ভারতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তাই ভারতের আধিপত্য স্পষ্ট। একাদশে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার, যার অধিনায়ক করা হয়েছে সদ্য টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত শর্মাকে।
ভারত ছাড়াও বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, এবং ইংল্যান্ডের ফিল সল্ট। উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
এছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান, শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা এই একাদশে জায়গা করে নিয়েছেন। তবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে স্থান পাননি।
এর আগে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে। সেখানেও বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। তবে ওয়ানডে একাদশে ভারতের কেউ না থাকলেও, টি-টোয়েন্টিতে তারা তাদের প্রভাব ধরে রেখেছে।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।