সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। এ বছর ফরম্যাটটিতে ভারতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তাই ভারতের আধিপত্য স্পষ্ট। একাদশে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার, যার অধিনায়ক করা হয়েছে সদ্য টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত শর্মাকে।  

ভারত ছাড়াও বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, এবং ইংল্যান্ডের ফিল সল্ট। উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।  

এছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান, শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা এই একাদশে জায়গা করে নিয়েছেন। তবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে স্থান পাননি।  

এর আগে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে। সেখানেও বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। তবে ওয়ানডে একাদশে ভারতের কেউ না থাকলেও, টি-টোয়েন্টিতে তারা তাদের প্রভাব ধরে রেখেছে।  

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ