সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। এ বছর ফরম্যাটটিতে ভারতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তাই ভারতের আধিপত্য স্পষ্ট। একাদশে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার, যার অধিনায়ক করা হয়েছে সদ্য টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত শর্মাকে।  

ভারত ছাড়াও বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, এবং ইংল্যান্ডের ফিল সল্ট। উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।  

এছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান, শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা এই একাদশে জায়গা করে নিয়েছেন। তবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে স্থান পাননি।  

এর আগে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে। সেখানেও বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। তবে ওয়ানডে একাদশে ভারতের কেউ না থাকলেও, টি-টোয়েন্টিতে তারা তাদের প্রভাব ধরে রেখেছে।  

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ