তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র
Published: 26th, January 2025 GMT
তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে পারলে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রুবিও কথা জানান।
রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এইমাত্র শুনলাম, তালেবান যতজনের কথা বলেছে, তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে। যদি এটি সত্যি হয়, তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমনকি আমরা বিন লাদেনের ওপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম, তার থেকে বড় হবে।’ খবর- রয়টার্স।
ওই পোস্টে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন, সে বিষয়েও আর কিছু বলা হয়নি।
গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয়, আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে। মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল।
ওই ব্যক্তির নাম খান মোহাম্মদ। গত মঙ্গলবার আফগান কর্মকর্তারা বলেছিলেন, খান মোহাম্মদ কাবুলে ফিরেছেন। তালেবান প্রশাসনের একজন মুখপাত্র দুই আমেরিকানকে মুক্তির খবর নিশ্চিত করেছেন।
তাদের একজন রায়ান করবেট। তার পরিবার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২২ সাল থেকে তালেবানের হাতে জিম্মি ছিলেন করবেট।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো মুক্তি পাওয়া অন্য আমেরিকানের নাম উইলিয়াম ম্যাককেন্টি বলে জানিয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে তালেবান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন
এছাড়াও পড়ুন:
সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।
সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।
নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।
ঢাকা/এনটি/মেহেদী