আমরা রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে চাই: ইসি সানাউল্লাহ
Published: 27th, January 2025 GMT
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ রংহীন স্বচ্ছ পাত্রের মতো কাজ করতে চায়। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে হবে। আমরা সমাজে বাস করি। আমাদের আত্মীয়স্বজন, বিভিন্ন মত-পথের পার্থক্য থাকতে পারে। তবে সেটা যেন আমাদের পেশাদারিত্বকে প্রভাবিত করতে না পারে।
সোমবার বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে নতুন ভোটার ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক, দ্বৈত ভোটার এগুলো নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে- আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রংপুর) আজিজুল ইসলাম, জেলা নির্বাচন এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।