নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ রংহীন স্বচ্ছ পাত্রের মতো কাজ করতে চায়। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে হবে। আমরা সমাজে বাস করি। আমাদের আত্মীয়স্বজন, বিভিন্ন মত-পথের পার্থক্য থাকতে পারে। তবে সেটা যেন আমাদের পেশাদারিত্বকে প্রভাবিত করতে না পারে।

সোমবার বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে নতুন ভোটার ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক, দ্বৈত ভোটার এগুলো নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে- আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রংপুর) আজিজুল ইসলাম, জেলা নির্বাচন এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ