সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থানার এটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ডা.

আব্দুল আজিজ একজন শিশু বিশেষজ্ঞ। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রাজধানীর কারওয়ান বাজারে পদ্মা জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় সোমবার রাত ১১টার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি চেম্বারে ঢোকে। এরপরই র‌্যাবের পোশাকে এসে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালে সিরাজগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও নেতা তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ