বোলিং নির্ভর দল চট্টগ্রাম কিংসের। পাঁচজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন এক পেস অলরাউন্ডারও। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ওই বোলিং দিয়ে খুলনা টাইগার্সকে আটকে দেওয়ার সুযোগ তৈরি করেছিল চট্টগ্রাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার সিমরন হেটমায়ারের ঝড়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের ভালো পুঁজি পেয়ে গেছে মেহেদী মিরাজের খুলনা। 

ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় খুলনা। টানা তিন ম্যাচে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসা খুলনা ৪২ রানে হারায় ৪ উইকেট। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার ও অধিনায়ক মেহেদী মিরাজ (২), তিনে নামা অ্যালেক্স রস (০), ওপেনার নাঈম শেখ (১৯) ও আফিফ হোসেন (৮)। 

ধস সামাল দিতে ক্রিজে সেট হয়ে জুটি গড়ার চেষ্টা করেন হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন।  সফল হন তারা। ৭৩ রানের কার্যকরি এক জুটি দেন দু’জন। অঙ্কন হাত খুলে খেলার চেষ্টা করতেই আউট হন। চলতি বিপিএলে স্লগে দারুণ ব্যাটিং করা অঙ্কন ৩২ বলে ৪১ রান করেন। তিনটি ছক্কার সঙ্গে একটি চার মারেন ডানহাতি এই ব্যাটার। 

শেষ ৩ ওভার ঝড়ো ব্যাটিং করেন এলিমিনেটর পর্বে খুলনার যোগ দেওয়া হেটমায়ার। তিনি ৩৩ বলে ৬৩ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন। তার ব্যাট থেকে চারটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শন আসে। শেষে জেসন হোল্ডার ৫ বলে ১২ রান যোগ করেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ