চট্টগ্রামে কনসার্টের জন্য বইমেলা বন্ধ
Published: 5th, February 2025 GMT
নিরাপত্তার অজুহাতে চট্টগ্রামে কনসার্টের জন্য অমর একুশে বইমেলা এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চলছে ২৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা।
কনসার্টের জন্য বইমেলা বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, কনসার্টের জন্য অর্ধলাখের বেশি মানুষ জমায়েত হতে পারে। ভিড়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় বইমেলা এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরদিন আবার চালু থাকবে।
চট্টগ্রামের সাগরপারে ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে গালা নাইট কনসার্টের আয়োজন করা হয়। এ কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ কয়েকটি ব্যান্ড দল পারফর্ম করবে।
এম এ আজিজ স্টেডিয়ামের চত্বরে ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। এখানে ১৪০টি স্টলে ঢাকা ও চট্টগ্রামের ১০৭টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘কনসার্টকে ঘিরে বইমেলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ জন্য এক দিন বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।’
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস বলেন, ‘বইমেলার আগেই কনসার্টের দিন বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছিল।’ নাম প্রকাশ না করার শর্তে এক প্রকাশক বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, কনসার্ট উপলক্ষে বইমেলা আরও জমে উঠবে। কিন্তু প্রশাসন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
গত ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল দ ন বন ধ র খ র বইম ল
এছাড়াও পড়ুন:
২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।
নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।
এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।