চট্টগ্রামে কনসার্টের জন্য বইমেলা বন্ধ
Published: 5th, February 2025 GMT
নিরাপত্তার অজুহাতে চট্টগ্রামে কনসার্টের জন্য অমর একুশে বইমেলা এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চলছে ২৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা।
কনসার্টের জন্য বইমেলা বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, কনসার্টের জন্য অর্ধলাখের বেশি মানুষ জমায়েত হতে পারে। ভিড়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় বইমেলা এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরদিন আবার চালু থাকবে।
চট্টগ্রামের সাগরপারে ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে গালা নাইট কনসার্টের আয়োজন করা হয়। এ কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ কয়েকটি ব্যান্ড দল পারফর্ম করবে।
এম এ আজিজ স্টেডিয়ামের চত্বরে ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। এখানে ১৪০টি স্টলে ঢাকা ও চট্টগ্রামের ১০৭টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘কনসার্টকে ঘিরে বইমেলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ জন্য এক দিন বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।’
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস বলেন, ‘বইমেলার আগেই কনসার্টের দিন বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছিল।’ নাম প্রকাশ না করার শর্তে এক প্রকাশক বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, কনসার্ট উপলক্ষে বইমেলা আরও জমে উঠবে। কিন্তু প্রশাসন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
গত ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল দ ন বন ধ র খ র বইম ল
এছাড়াও পড়ুন:
আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল