জামালপুরে অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
Published: 6th, February 2025 GMT
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি রেলস্টেশন এলাকায় অবস্থিত ওই বাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়।
এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের পরিত্যক্ত বাড়িতে আবারও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জামালপুর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত আজমের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। ৫ আগস্টের পর এই বাড়ি ভাঙচুর, লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে শহরের নরুন্দি বাজার এলাকায় আরেক দল বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। ওই মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নরুন্দি রেলস্টেশন এলাকায় অবস্থিত মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে ইটপাটকেল ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মির্জা আজমের জামালপুর শহরের পরিত্যক্ত বাড়িতে আবারও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র–জনতা। বৃহস্পতিবার রাতে জামালপুর শহরের বকুলতলা এলাকায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে