নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের বাড়িতে আগুন, ভাঙচুর
Published: 7th, February 2025 GMT
সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে এক্সকাভেটর দিয়ে নওগাঁ জেলা আওয়ামী কার্যালয়ের কিছু অংশ গুঁড়িয়ে দেওয়ার পর কার্যালয় ভবনটিকে গণশৌচাগার হিসেবে ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র–জনতা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়ায় অবস্থিত সাধন মজুমদারের বাড়িতে আগুন দেন একদল লোক। পরে রাত আটটা থেকে এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু। বাড়ির প্রধান ফটক, প্রাচীর ও বাড়ির কিছু অংশ ভাঙার পর রাত সাড়ে নয়টার দিকে এক্সকাভেটর নিয়ে চলে যান। আজ শুক্রবার সকালে সেখানে আর কোনো ভাঙচুর চালানো হয়নি।
এর আগে গত ৫ আগস্ট প্রথম দফায় সাধন মজুমদারের ওই বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে কিছু লোক সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে আগুন দেন। পরে তাঁরা এক্সকাভেটর দিয়ে বাড়িটির কিছু অংশ গুঁড়িয়ে দেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
আরও পড়ুনবুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়০৬ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব