অমর একুশে বইমেলায় এসেছে তরুণ সাংবাদিক ও লেখক তৌহিদুল ইসলামের প্রথম রম্য রচনার বই ‘বিয়ে বাড়িতে ইয়ে’। বইটির প্রচ্ছদ করেছেন কুমার অপু বিশ্বাস। প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন।

দেশের সমসাময়িক পরিস্থিতি, সামাজিক ও পারিবারিক নানা বিষয় নিয়ে ‘বিয়ে বাড়িতে ইয়ে’ রম্য রচনার বইটি লেখা হয়েছে। কয়েকটি গল্পসহ বিভিন্ন ধরনের লেখা এখানে স্থান পেয়েছে।

লেখক তৌহিদুল ইসলাম বলেন, ‘পত্রিকায় র‍ম্য রচনা লিখে পাঠকের বেশ ভালো সাড়া পেয়ে বই করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের প্রথম বই। সমাজের নানা ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করেই রম্য রচনাগুলো লেখা হয়েছে। কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এই বইয়ের রম্য গল্প, রম্য প্রবন্ধ-নিবন্ধ ও বিভিন্ন ধাঁচের লেখাগুলো পড়ে আনন্দ পাবেন।’

বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মুক্তমঞ্চের পাশে স্বপ্ন’৭১ প্রকাশনের ৭৫৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ম য রচন

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ