বইমেলায় তৌহিদুল ইসলামের ‘বিয়ে বাড়িতে ইয়ে’
Published: 9th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় এসেছে তরুণ সাংবাদিক ও লেখক তৌহিদুল ইসলামের প্রথম রম্য রচনার বই ‘বিয়ে বাড়িতে ইয়ে’। বইটির প্রচ্ছদ করেছেন কুমার অপু বিশ্বাস। প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন।
দেশের সমসাময়িক পরিস্থিতি, সামাজিক ও পারিবারিক নানা বিষয় নিয়ে ‘বিয়ে বাড়িতে ইয়ে’ রম্য রচনার বইটি লেখা হয়েছে। কয়েকটি গল্পসহ বিভিন্ন ধরনের লেখা এখানে স্থান পেয়েছে।
লেখক তৌহিদুল ইসলাম বলেন, ‘পত্রিকায় রম্য রচনা লিখে পাঠকের বেশ ভালো সাড়া পেয়ে বই করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের প্রথম বই। সমাজের নানা ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করেই রম্য রচনাগুলো লেখা হয়েছে। কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এই বইয়ের রম্য গল্প, রম্য প্রবন্ধ-নিবন্ধ ও বিভিন্ন ধাঁচের লেখাগুলো পড়ে আনন্দ পাবেন।’
বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মুক্তমঞ্চের পাশে স্বপ্ন’৭১ প্রকাশনের ৭৫৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নায়িকা হতে আসিনি, তবে...
গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।
এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।
‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।
ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।
আইমন শিমলা