চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাম্ভিক কথাবার্তা, অনুশোচনাহীন মনোভাব ও ‘তালগাছটি আমার’ যুক্তিবোধ অক্ষুণ্ন রেখেছেন। বারকয়েক টেলিফোন কথোপকথন ফাঁস, ভার্চুয়াল সভায় বক্তৃতায় তা স্পষ্ট হয়েছে। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের ঘোষণার পর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা তীব্র প্রতিক্রিয়া দেখায়। রাত ৯টায় বক্তব্য প্রদানের দুই ঘণ্টা আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে ভাঙচুর শুরু হয়। ভাঙচুরে প্রচলিত সামগ্রীর পাশাপাশি এবারই প্রথম বুলডোজার প্রয়োগের দেখাও মেলে। ৫ ও ৬ ফেব্রুয়ারি টানা ১৫ ঘণ্টার ভাঙচুর ও অগ্নিসংযোগে এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার ব্যবহার করে ইতিহাসের অন্যতম সূতিকাগার বাড়িটিকে গুঁড়িয়ে দেওয়া হয়। 

ধানমন্ডি ৩২ নম্বরের সঙ্গে দেশের নানা প্রান্তেও হামলা, ভাঙচুর শুরু হয়। দুই দিনে গাজীপুর, বরিশালসহ অন্তত ৩৫ জেলায় আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের অন্তত ৩৩টি বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা চালানো হয় (প্রথম আলো, ৭ ফেব্রুয়ারি)। বাড়িঘরের পাশাপাশি ম্যুরাল, নামফলক, ভাস্কর্যও গুঁড়িয়ে দেওয়া হয়। এবারই প্রথম বিভিন্ন স্থানে ভাঙচুরে বুলডোজার ব্যবহার করা হয়, যাকে ‘বুলডোজার শোভাযাত্রা’ অভিহিত করেছেন উৎসাহীরা। 

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি হলো ৮ ফেব্রুয়ারি। সংবাদমাধ্যমে যখন এই সরকারের কর্মতৎপরতার অর্ধবার্ষিক খতিয়ান দেখবার ব্যাপারে আমরা উৎসুক ছিলাম, তার তিন দিন আগে বঙ্গবন্ধুর ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে বুলডোজার শোভাযাত্রা শুরু এবং দেশব্যাপী তা ছড়িয়ে গেল!

অভ্যুত্থানের পরপরই বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িটিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বিষয়টি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হলেও তৎকালীন বাস্তবতায় সেটি বিক্ষুব্ধ জনতার কার্যক্রম হিসেবেই ধরে নেওয়া হয়। ছয় মাস পর কেন বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার তাণ্ডব শুরু হলো, ভেবে দেখতে হবে। জনতা দুই ঘণ্টা আগেই জেনে গিয়েছিল, শেখ হাসিনা উস্কানিমূলক বক্তৃতা দেবেন? তিনি যে এভাবে কথা বলেন, তা দেশের মানুষ জানেন। এমনকি শেখ হাসিনাসহ তাঁর অনুগতরা যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে দেখেন ও প্রচার করেন, এটিও কারও অজানা নয়। তবে শেখ হাসিনা ও তাঁর অনুগতরা অন্যায় আচরণ করলেই তাদের স্থাপনাসহ যাবতীয় ভাস্কর্য-ম্যুরাল-নামফলক বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে– এটি কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। 

স্তম্ভিত হয়ে দেখতে হয়, দেশের ইতিহাসের অন্যতম আঁতুড়ঘর– ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ক্রুদ্ধ জনতার হাতে বুলডোজার আর ক্রেন দিয়ে দু’দিন ধরে ভাঙা হয়। আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার থাকে। এরপরও আমাদের দেশকে সভ্য দাবি করব? এরপরও এই রাষ্ট্রের কার্যকারিতা নিয়ে আমাদের উদ্বেগ তৈরি হবে না? বুলডোজার কি একটি কোদাল যে, একজন মানুষ ইচ্ছা করল আর হাতে নিয়ে রওনা দিল আরেকজনের বাড়ি ভাঙতে! সিটি করপোরেশনের বুলডোজার ভাঙচুরের জন্য উত্তেজিত জনতার হাতে পৌঁছল কীভাবে?
এভাবে ঘোষণা দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটবার পর সরকারের দায়িত্ববোধ নিয়েই প্রকৃতপক্ষে প্রশ্ন জাগে। একটি দেশে সরকার থাকে কেন? আইনের শাসন সমুন্নত রাখবার জন্য– এই সরল সত্যের প্রতি আর আস্থা থাকে না সাম্প্রতিক এই ঘটনায়।

২.


কেন এই ঘটনা ঘটল? শেখ হাসিনা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। বেশ; তিনি যদি আবার বক্তৃতা দেন, এরপর কোন বাড়ি ভাঙবেন উত্তেজিত ছাত্র-জনতা? তারপর আবার যখন বক্তৃতা দেবেন? এভাবে একের পর এক ভাঙচুর চলতেই থাকবে, নাকি শেখ হাসিনা যে অন্যায় আচরণ ও অযৌক্তিক কথা বলছেন, যুক্তিসম্মত ভাষা ও উপায়ে তা সকলকে জানিয়ে দেওয়াই উপযুক্ত কর্তব্য হতে পারে বা পারত? 
যারা বাড়ি গুঁড়িয়ে দিচ্ছেন, তারা যে এই কথা জানেন না, তা-ও সম্ভবত নয়। তাহলে ভাঙচুর হচ্ছে কেন? পানি ঘোলা করে আগামী সংসদ নির্বাচন পিছিয়ে দিয়ে নিজেদের পছন্দমতো মাছ শিকারের জন্য? দেশব্যাপী অরাজকতা তৈরি হলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এটা যারা জানেন; তারা নৈরাজ্য সৃষ্টি করতেই পারেন। সেটি যে শেখ হাসিনার রেখে যাওয়া অনুচরেরাও করছেন না, তা যেমন আমরা বলতে পারি না; আবার উগ্রবাদী কোনো গোষ্ঠী– দেশের অস্থিতিশীলতাই যাদের চূড়ান্ত মোক্ষ; তারা যে এটি তৈরি করবার চেষ্টা করছেন না, তা-ও আমরা বলতে পারি না।

স্বৈরাচারের দোসর হোক আর উগ্রবাদীরাই হোক– যারাই দেশের স্থিতিশীলতা ধ্বংস করে পরিস্থিতির সুযোগ নিতে চান, এটি তাদের কৌশল হতে পারে। দেশ অস্থিতিশীল হলে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সবাইকে জানানো ও বোঝানো যায়, গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে। সরকারও পারছে না। তাদের স্বার্থ এতে সিদ্ধি হলেও হতে পারে; কিন্তু সরকার কেন এই পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে? সরকার কেন নির্বিকার থাকতে পারল? কোথায় তখন আইনের শাসন? 

৩.
ধানমন্ডির ৩২ নম্বর মাটির সঙ্গে মিশে যাবার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭ ফেব্রুয়ারি বিবৃতিতে বলেছেন, ‘শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে আর কোনো হামলা হবে না– তা নিশ্চিত করতে হবে। যেসব ব্যক্তি সম্পত্তির ওপর হামলা চালিয়েছে, তাদের ক্ষোভ বোঝা যায়, কারণ তারা এবং তাদের স্বজন শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন।’

না, মাননীয় প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার শাসনামলে যারা বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন, তারা চাইলেই ঘোষণা দিয়ে, বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দিতে পারেন না। তাহলে রাষ্ট্র বা সরকারের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে। যে কোনো ব্যক্তির সংক্ষুব্ধ হবার অবশ্যই অধিকার আছে, সেটি জানানোর প্রতিষ্ঠানও রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আছে– আইন ও আদালত। আইনের শাসন সুষ্ঠুভাবে সম্পাদন যে কোনো দেশের সরকারের প্রধান কর্তব্য। সেই কর্তব্য সম্পূর্ণ অনুপস্থিত দেখা গেছে সাম্প্রতিক বুলডোজার শোভাযাত্রায়। সরকারের এই নির্বিকারত্ব জাতির জন্য লজ্জা ও অপমানের।
একটি দেশে তিল তিল করে ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা তৈরি হয়। শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের জন্ম। ষাট ও সত্তর দশকে এ দেশে প্রতিটি প্রধান রাজনৈতিক ঘটনার অন্যতম কেন্দ্র ধানমন্ডির ৩২ নম্বর। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যেমন অস্বীকার করার প্রশ্নই ওঠে না, তেমনি এসব কিছুই আর শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি নয়। এসব জাতির চিরকালীন উত্তরাধিকার। ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া অবশ্যই লজ্জা ও ধিক্কারজনক। এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা তাই সংগত। 

বিশ্বজুড়ে ঐতিহাসিক স্থান ও কীর্তিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হয়। পঁচাত্তরের ১৫ আগস্টের রক্তাক্ত সাক্ষী কিংবা ঊনসত্তর-একাত্তরের উত্তাল মার্চের প্রতিটি মুহূর্তের অনশ্বর ধারক বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া শুধুই একটি স্থাপনা ধ্বংস নয়; জাতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অপসারণের চেষ্টা। এসব কোনোটিই কর্তৃত্ববাদী শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি নয়। কাজেই তাঁর বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে ৩২ নম্বর ও পরে দেশজুড়ে ভাঙচুরের ঘটনায় সরকারের নির্বিকারত্ব অবশ্যই অযুত প্রশ্নের উদ্রেককারী। সরকারকেই তৎপরতা ও সততার সঙ্গে এসব প্রশ্নের যথাযথ উত্তর হাজির করতে হবে। 

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল ও সাহিত্যিক
mahbub aziz01@gmail.com

উৎস: Samakal

কীওয়ার্ড: গণঅভ য ত থ ন গণঅভ য ত থ ন সরক র র র জন য

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ মির্জা ফখরুলের

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে দলীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এই আহ্বান রাখেন তিনি।

শেখ হাসিনার শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। গুম, খুন, ভিত্তিহীন মামলা, লুটপাট, টাকা পাচার, বাকস্বাধীনতা হরণ ও ভোট চুরিসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে আরেক মামলা

হাসিনা-রেহানাসহ ২২ জনের গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন ১২ মে

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‍“আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে, তাদের ঘরে থাকতে দেননি আপনি। আমরা তো কোথাও পালিয়ে যাইনি। আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেইস (মোকাবিলা) করেছি। উকিল ধরে জামিন নিয়েছি। আপনি (শেখ হাসিনা) পালিয়ে আছেন কেন? আপনিও মামলা লড়েন। আপনি দেশে এসে দাড়ান না দেখি।”

জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অনেকে মনে করেন শেখ হাসিনা আবারো দেশে ফিরে আসবেন। তিনি তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর রহমান একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে, তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত, তাহলে ছিঁড়ে খেত।” 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তাকে দেখে নেবে।” 

আওয়ামী লীগের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে; এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মীরা অন্যায় করলে যেন জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন; তারা যেন অন্যায়কারীদের পুলিশের হাতে তুলে দেন। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।” 

ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের দৃষ্টি রেখে জনসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুলসহ দলটির শীর্ষ নেতারা সভা-সমাবেশ করছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রাখা, না রাখা নিয়ে ব্যাপক মতপার্থক্য রয়েছে; সেই সঙ্গে আইনি ঝক্কিও সামনে আসছে।

গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এ ছাড়া কয়েক শত ফৌজদারি মামলায় তিনি আসামি। অনেক মামলায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। তবে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর কোনো নিশ্চয়তা এখনো তৈরি হয়নি। 

গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সেদেশে উচ্চনিরাপত্তা শৃঙ্খলে বসবাস করছেন বলে আন্তর্জাতিক সাংবাদমাধ্যমের খবরে বলা হয়ে থাকে। সেখান থেকে দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে তার কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে অস্বস্তির কথা ভারতকে জানিয়ে রেখে অন্তর্বর্তী সরকার। 

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কারের একাল-সেকাল
  • তরুণ সমাজ দেশপ্রেমে উত্তীর্ণ হয়েছে, বাংলাদেশ উচ্চস্থানে উন্নীত হবে : ডিসি
  • শামীম ওসমানের ছেলে অয়নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ মির্জা ফখরুলের
  • গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্ব ও রাজনীতিতে প্রাণপ্রবাহ
  • জুলাই বিপ্লবী মেয়েরা আজ নিরাপদ বোধ করছে না: ফরহাদ মজহার
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত দুজন শনাক্ত  
  • ড. ইউনূস অভ্যুত্থানের ঘোষণাপত্র দেননি, আমাদের হাতে বিপ্লবের দলিল নেই: ফরহাদ মজহার
  • ড. ইউনূস গণঅভ্যুত্থানের ফসল, নেতা নন: ফরহাদ মজহার
  • গণঅভ্যুত্থানে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩