সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১২ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

টোল গেটে একাধিক গাড়িকে বাসের ধাক্কা, নিহত ১০

ফিলিপাইনের উত্তরাঞ্চলের অন্যতম একটি ব্যস্ত মহাসড়কের টোল গেটে একটি বাস একাধিক গাড়িকে ধাক্কা দেওয়ার পর অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির 

পুলিশ জানায়, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। বাসটির কন্ডাক্টরকেও আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার শ্রম দিবসে পরিবারগুলো ভ্রমণরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সুবিক-ক্লার্ক-তার্লাক এক্সপ্রেসওয়ে দিয়ে ম্যানিলা ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর মধ্যে শ্রমিকরা নিয়মিত চলাচল করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি পরিচালনাকারী কোম্পানি সলিড নর্থ বাসের অপারেশন স্থগিত করেছে ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয়।

রেড ক্রস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনায় তিনটি এসইউভি ও একটি কনটেইনার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে খাবার ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। 

ফিলিপাইনে প্রায়ই বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাস চালকদের মাদক গ্রহণের অনেক তথ্যও সামনে এসেছে। তবে বৃহস্পতিবারের দুর্ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে কি না জানা যায়নি।

সম্পর্কিত নিবন্ধ