সময় ভালো যাচ্ছে ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা ব্যাকফুটে আছে রিয়াল মাদ্রিদও। দলটির আবার রক্ষণ ইনজুরি জর্জরিত। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের তাই হারিয়ে দেওয়ার ভালো সুযোগ ছিল সিটিজেনদের। দু’বার এগিয়ে গিয়ে সুযোগও তৈরি করেছিল ম্যানসিটি। কিন্তু কামব্যাক জায়ান্ট রিয়ালের কাছে শেষ মিনিটের গোলে ৩-২ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। 

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে একটার পর একটা সুযোগ তৈরি করতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথম সুযোগই কাজে লাগিয়ে থিবো কর্তুয়ার জালে বল পাঠিয়ে দেয় ম্যানসিটি। জ্যাক গ্রেলিসের বাড়ানো দারুণ বল বুক দিয়ে ধরে আর্লিং হালান্ডকে শট নেওয়ার সুযোগ করে দেন জোসকো গার্দিওল। গোল করতে ভুল করেননি সিটিজেন স্ট্রাইকার।

ম্যাচের ৬০ মিনিটে ওই গোল শোধ করেন কিলিয়ান এমবাপ্পে। ভালভার্দের জোরের ওপর নেওয়া ফ্রি কিক ফিরে আসে রিয়াল মিডফিল্ডার দানি সেবায়োসের কাছে। বক্সে বল বাড়ান তিনি। এমবাপ্পে ভলি নিলেও তা ঠিকমতো লাগেনি। তবে গোল আটকায়নি তাতে। এরপর আবার লিড নেয় ম্যানসিটি। ৮০ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। 

মনে হচ্ছিল শেষ সময়ের ওই গোলে জয় নিয়েই মাঠ ছাড়বে ম্যানসিটি। তবে শেষ বাঁশির আগে ছেড়ে না দেওয়া রিয়াল ৬ মিনিট পরই পুনরায় সমতায় ফেরে। গোলটি ভিনিসিয়াস জুনিয়রের হতে পারত। তবে ভিনির নেওয়া শট ফিরিয়ে দেন ম্যানসিটি গোলরক্ষক এদেরসন। পরের শটে জালে বল পাঠিয়ে দেন বদলি নামা ব্রাহিম দিয়াজ।

এরপর ৯২ মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তাকেও গোল করার ভিনি। বক্সের মাথায় ভিনিকে আটকাতে এগিয়ে আসেন ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। ভিনি তার মাথার ওপর দিয়ে ভলি করে ফাঁকায় থাকা বেলিংহামকে বল পাঠান। গোল করতে বেলিংহামের কোন বাধার মুখেই পড়তে হয়নি। রদ্রির ব্যালন ডি’অর পাওয়া নিয়ে ইতিহাদে ভিনিকে স্লেজিং করা হয়েছে ম্যাচজুড়ে। ম্যাচের সেরা হয়েই ভিনি এর জবাব দিয়েছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার