‘অনিয়মের চেষ্টা করলেও ব্যবস্থা নেওয়া হবে’
Published: 13th, February 2025 GMT
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেছেন, আসন্ন রমজান মাসে ভেজাল খাদ্য পরীক্ষা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে থাকবে বিএসটিআই। যদি কেউ অনিয়মের চেষ্টাও করে, তার বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি ভোক্তাকেও খাবার ক্রয় ও খাওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ভবন উদ্বোধন ও অত্যাধুনিক ক্লে ব্রিকস তথা ইটের টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলে তিনি। মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘একবার ভাবুন, আপনি যে খাবার অন্য কারও ছেলেমেয়ের হাতে তুলে দিচ্ছেন, তা আপনার সন্তান খেলে কী হবে? যদি আমাদের মানুষ হিসেবে অন্তত এই উপলব্ধিটুকু থাকে তাহলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব।’
সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেট আসলে একজনে হয় না। অনেক লোকের যৌথ অসাধু কাজ সিন্ডিকেট তৈরি করা। আমরা বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করি। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ মূলত প্রশাসনের কাজ। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য বিএসটিআইর যে কোনো সহযোগিতা লাগলে আমরা প্রস্তুত আছি।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই প্রধান কার্যালয়ের পরিচালক (সিএম) সাইফুল ইসলাম, পরিচালক খোদেজা খাতুন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মো.
অনুষ্ঠানে গত এক বছরের বিএসটিআইর কর্মকাণ্ড তুলে ধরা হয়। জানা গেছে, কুমিল্লা অফিস থেকে এক বছরে ১৫৭টি সার্ভিল্যান্স অভিযান ও ১৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারি-কনফেকশনারি, মিষ্টির কারখানা, জুয়েলারি দোকান, পেট্রোল পাম্প, ইটভাটা, পাইকারি বাজারে অভিযান চালিয়ে ১৬০টি মামলা করা হয়। ৬৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন, মানবিকতা ও ধর্মীয় সহাবস্থানের চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। প্রশংসিত এই চলচ্চিত্র জায়গা করে নিয়েছে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরে। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের এই আলোচিত চলচ্চিত্রটি।
৭ দিনব্যাপী এ উৎসবে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’, যা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে উৎসবে।
আরো পড়ুন:
দুই গায়িকার পাল্টাপাল্টি অভিযোগ, দ্বন্দ্ব চরমে
সমালোচনা নিয়ে মুখ খুললেন ভাবনা
২০২৪ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘নয়া মানুষ’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। আ. মা. ম. হাসানুজ্জমানের লেখা ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য লিখেন মাসুম রেজা।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।
উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান বলেন, “আমি যখন গল্পটি লিখি, তখন এত কিছু ভাবিনি। কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। ‘নয়া মানুষ’ ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের প্রকৃত দর্শন তুলে ধরছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে—এটা আমার জন্য গর্বের বিষয়। কাশ্মীর ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে, যা দেশের চলচ্চিত্রের জন্যও একটি বড় সাফল্য।”
চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চিত্রগ্রহণ করা হয়েছে চলচ্চিত্রটির। চিত্রগ্রহণ পরিচালনা করেছেন কমল চন্দ্র দাস। সিনেমাটির সংগীতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।
মানবতার বার্তা, ধর্মীয় সহনশীলতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধন নিয়ে ‘নয়া মানুষ’ এবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিচ্ছে শান্তি ও সহমর্মিতার বার্তা।
ঢাকা/রাহাত/শান্ত