বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেছেন, আসন্ন রমজান মাসে ভেজাল খাদ্য পরীক্ষা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে থাকবে বিএসটিআই। যদি কেউ অনিয়মের চেষ্টাও করে, তার বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি ভোক্তাকেও খাবার ক্রয় ও খাওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ভবন উদ্বোধন ও অত্যাধুনিক ক্লে ব্রিকস তথা ইটের টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলে তিনি। মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘একবার ভাবুন, আপনি যে খাবার অন্য কারও ছেলেমেয়ের হাতে তুলে দিচ্ছেন, তা আপনার সন্তান খেলে কী হবে? যদি আমাদের মানুষ হিসেবে অন্তত এই উপলব্ধিটুকু থাকে তাহলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব।’ 
সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেট আসলে একজনে হয় না। অনেক লোকের যৌথ অসাধু কাজ সিন্ডিকেট তৈরি করা। আমরা বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করি। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ মূলত প্রশাসনের কাজ। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য বিএসটিআইর যে কোনো সহযোগিতা লাগলে আমরা প্রস্তুত আছি।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই প্রধান কার্যালয়ের পরিচালক (সিএম) সাইফুল ইসলাম, পরিচালক খোদেজা খাতুন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মো.

আলমগীর খান, বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে গত এক বছরের বিএসটিআইর কর্মকাণ্ড তুলে ধরা হয়। জানা গেছে, কুমিল্লা অফিস থেকে এক বছরে ১৫৭টি সার্ভিল্যান্স অভিযান ও ১৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেকারি-কনফেকশনারি, মিষ্টির কারখানা, জুয়েলারি দোকান, পেট্রোল পাম্প, ইটভাটা, পাইকারি বাজারে অভিযান চালিয়ে ১৬০টি মামলা করা হয়। ৬৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন যেভাবে—

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ