চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়ল ব্রাজিলের, আর্জেন্টিনারও
Published: 14th, February 2025 GMT
শিরোপা জয়ের সমীকরণটা সহজ ছিল। কেবল একটি জয় প্রয়োজন। সেটা ব্রাজিল পেলেও যেমন হতো, আর্জেন্টিনা পেলেও। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে কেউ জিতেনি। ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ব্রাজিল-আর্জেন্টিনা। তাতে এগিয়ে থাকা ব্রাজিলের শিরোপা জয়ের অপেক্ষা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আর্জেন্টিনারও। এখন দক্ষিণ আমেরিকার অঞ্চলের ‘অনূর্ধ্ব-২০ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর শিরোপা কে জিতবে সেটা জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
রোববার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। একই দিন অপর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ম্যাচে যারা বড় ব্যবধানে জিতবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি থাকবে।
এ পর্যন্ত চার ম্যাচ খেলে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলই তিনটি জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে ব্রাজিল গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে।
আরো পড়ুন:
৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল
এদিন ব্রাজিলের বিপক্ষে শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটে ডি বক্সের মধ্যে ১০ নম্বর জার্সিধারী ক্লাউদিও এচেভেরিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে এচেভেরি গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ৭৮ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। এ সময় ডি বক্সের বেশ খানিকটা সামনে থেকে রায়ানকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন সেরোতে। তার ডিফেন্স চেড়া পাস বক্সের মধ্যে ঢুকে ডানদিকে নিয়ন্ত্রণ নেন রায়ান। এরপর কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান। তাতে ম্যাচে ফেরে সমতা। আর এই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। তাতে অপেক্ষা বাড়ে উভয়ের।
শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি অবশ্য এখনও কোনো জয় পায়নি। চার ম্যাচে মাঠে নেমে কেবল একটিতে ড্র করেছে। ঝুলিতে সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তলানিতে তাদের অবস্থান। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্থ স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫