নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুুকুল ইসলাম রাজিব বলেন, এই নিউ আইলপাড়া এলাকাটি শিল্পাঞ্চল হিসাবে গড়ে উঠেছে। যার ফলে বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা বেড়েছে। এজন্য এলাকাবাসী হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে। যারা বিভিন্ন এলাকা এসে থাকেন তাদের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে পারে তা নিশ্চিত করা।

বেশ কিছু দিন ধরে শুনছি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হচ্ছে। যারা গামের্ন্টস কর্মরত আছে তারা প্রায় সময় ছিনতাইয়ের স্বীকার হোন। জানি না কারা তারা।

সকলের উদ্দেশ্য বলতে চাই, এই দেশটা আমার, আপনার, সবার। তাই সকলের দায়িত্ব রয়েছে। আপনারা যদি এলাকার সমস্যা সমাধান করতে না চান, এলাকার পরিবেশ সুন্দর এবং সবার কাছে দৃষ্টান্ত করার পরিবেশ না চান, তাহলে কোনো কিছু করা সম্ভব না। 

তাই সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু মুষ্টিমেয় লোক আছে যারা এই পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে নিজে না পারলেও বাইরে থেকে কিছু মানুষকে দাওয়াত দিয়ে অপর্কম করার চেষ্টা করছে। দয়া করে আপনারা প্রতিবাদী হউন। 

প্রতিবাদী হয়ে কোনো হুমকি সম্মুখীন হলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সে যেই হউক যতবড় শক্তিশালী নেতা হউক, তাকে কঠোর হস্তে দমন করা হবে।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নাসিক ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুম্মার নামাজের বয়ান শেষে এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশটা আমার সবার, সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের কল্যানের জন্যই রাজনীতি। নিজেদের চাওয়া পাওয়া মূখ্য বিষয় না।

আজকে যারা বিএনপি নেতৃত্বে আছেন। তারাই জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্বকারী। তারা অসহায় মানুষের পাশে দাড়াবে। তাহলেই মানুষ বিএনপি প্রতি আস্থা পাবে। যারা কোনো রাজনৈতিক দলের সাথে না সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দেওয়া রাজনৈতিক দলের নেতা কর্মীদের দায়িত্ব। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ এল ক র আপন র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ