আপনারা প্রতিবাদী হউন, কঠোর হস্তে দমন করা হবে : রাজিব
Published: 14th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুুকুল ইসলাম রাজিব বলেন, এই নিউ আইলপাড়া এলাকাটি শিল্পাঞ্চল হিসাবে গড়ে উঠেছে। যার ফলে বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা বেড়েছে। এজন্য এলাকাবাসী হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে। যারা বিভিন্ন এলাকা এসে থাকেন তাদের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে পারে তা নিশ্চিত করা।
বেশ কিছু দিন ধরে শুনছি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হচ্ছে। যারা গামের্ন্টস কর্মরত আছে তারা প্রায় সময় ছিনতাইয়ের স্বীকার হোন। জানি না কারা তারা।
সকলের উদ্দেশ্য বলতে চাই, এই দেশটা আমার, আপনার, সবার। তাই সকলের দায়িত্ব রয়েছে। আপনারা যদি এলাকার সমস্যা সমাধান করতে না চান, এলাকার পরিবেশ সুন্দর এবং সবার কাছে দৃষ্টান্ত করার পরিবেশ না চান, তাহলে কোনো কিছু করা সম্ভব না।
তাই সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু মুষ্টিমেয় লোক আছে যারা এই পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে নিজে না পারলেও বাইরে থেকে কিছু মানুষকে দাওয়াত দিয়ে অপর্কম করার চেষ্টা করছে। দয়া করে আপনারা প্রতিবাদী হউন।
প্রতিবাদী হয়ে কোনো হুমকি সম্মুখীন হলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সে যেই হউক যতবড় শক্তিশালী নেতা হউক, তাকে কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নাসিক ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুম্মার নামাজের বয়ান শেষে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশটা আমার সবার, সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের কল্যানের জন্যই রাজনীতি। নিজেদের চাওয়া পাওয়া মূখ্য বিষয় না।
আজকে যারা বিএনপি নেতৃত্বে আছেন। তারাই জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্বকারী। তারা অসহায় মানুষের পাশে দাড়াবে। তাহলেই মানুষ বিএনপি প্রতি আস্থা পাবে। যারা কোনো রাজনৈতিক দলের সাথে না সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দেওয়া রাজনৈতিক দলের নেতা কর্মীদের দায়িত্ব।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ এল ক র আপন র
এছাড়াও পড়ুন:
তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন। শনিবার দুপুরে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া মাদ্রাসা মাঠে স্ত্রীর জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
মতিউর রহমান নারায়ণগঞ্জের আওয়ামী লীগ-দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ২৪টি মামলা আছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমান (৪৮) গতকাল শুক্রবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্ত্রীর মৃত্যুতে শেষবারের মতো দেখার সুযোগ দিতে মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিন ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করেন।
আজ দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে মতিউর রহমান পুলিশ প্রহরায় আইলপাড়ার নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে স্ত্রীর জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছিলেন মতিউর রহমান। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।