শরীয়তপুরের নড়িয়ায় ছাগল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। শুক্রবার রাতে নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজাপুর জমদ্দার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ফাহিম জমাদার নড়িয়া থানায় ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত পাঁচজন হলেন- নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির মুন্সী (৫৫), তার ভাই ফজলুল হাসান বাদল মুন্সী (৬০), রাকেশ মুন্সী (২০), শাকিল মুন্সীর ছেলে ছাব্বির মুন্সী (২৫) ও দাদন সরদারের ছেলে সারোয়ার সরদার (২৬)

স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফাহিম জমাদারের বাবা সোহরাব জমাদারের সঙ্গে ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যানের ভাতিজা রাকেশ মুন্সী, ছাব্বির মুন্সীসহ কয়েকজন যুবক ফাহিম জমাদারকে ডেকে নিয়ে গিয়ে একটি ক্লাবে চার ঘণ্টা আটকে রাখে এবং লোহার রড দিয়ে নির্যাতন চালায়। পরে পরিবারের লোকজন ফাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফাহিম। এরই জেরে শুক্রবার রাত দেড়টার দিকে অভিযুক্তরা প্রতিশোধ নিতে ফাহিমের বাড়ি থেকে দুটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফাহিম জমাদার বলেন, ‘আমাকে চেয়ারম্যান জাকির মুন্সী ও তার লোকজন মারধর করেছে। আমি থানায় অভিযোগ করার পর শুক্রবার গভীর রাতে আমাদের দুটি ছাগল চুরি করে নিয়ে যায় এবং আমাদের বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে চেয়ারম্যান জাকির মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে ছোট করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
তবে মারধর ও হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরো পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ