তাত্ত্বিক -
সন্নিকটে অবস্থান; সম্পর্কের দৃঢ় ভিত্তি
ভদ্রতা আর বিনয়ী; সুসম্পর্কের টনিক
যোগাযোগ আর কেয়ার; সুসম্পর্কের আয়ু।
আর বাস্তবে যা ঘটে-
সন্নিকটে অবস্থান; অবহেলার পাত্র হওয়া
ভদ্রতা আর বিনয়ী; সুম্পর্কের ব্যাধি- দুর্বল ভাবা,
যোগাযোগ আর কেয়ার; সুম্পর্কের ক্যান্সার- যেন এক মরণব্যাধি।
ফলাফল-
সন্নিকটের গুরুত্ব হারিয়ে ফেললে বুঝে আসে তার সুফল-কুফল,
ভদ্রতা আর বিনয়ী কতটা ছিল দামী; বুঝে তখন, দূরত্ব হয় যখন।
যোগাযোগ আর কেয়ার কত উপকারী; বিপদে পড়িলে আর পাবে না তাহারে, তখন বুঝিবে কি ভুল করেছিল জীবনে।
করণীয়-
অবহেলার পাত্র হওয়ার আগে, দূরত্ব তৈরি করে গুরুত্ব বুঝানো,
ভদ্রতা আর বিনয়ী, যোগাযোগ আর কেয়ার'কে দুর্বল ভাবার আগে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব না দেওয়া।
সারকথা-
সময় পার হলে, দূরত্ব তৈরি হলে, সব হারিয়ে গুরুত্ব বুঝে লাভ নেই।
আরো পড়ুন
বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ’
পাঠক প্রিয়তা পাচ্ছে সাব্বির সেন্টু’র ‘স্বপ্নভরা দুটি চোখ’
ইতিহাসের এক আকড় গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’
বইমেলায় প্রিন্সের “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বাজারে এলো অন্যকাল’র মাতৃভাষা দিবস সংখ্যা
একুশের বইমেলায় প্রিন্সের কাব্যগ্রন্থ ‘জোছনা ছুঁয়ে যায়’
অমর একুশে বইমেলায় লিজা কামরুন্নাহারের দু’টি বই
সাব্বির সেন্টু’র উপন্যাস গ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’র মোড়ক উম্মোচ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ আর ক য় র বইম ল য়
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।