দেশে বেড়েছে পাকিস্তানি গায়কদের কদর। কয়েকদিন আগে ঢাকায় পাকিস্তানের রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলামসহ বেশ কয়েকজন জনপ্রিয় পাকিস্তানি গায়ক মাতিয়ে গেলেন।  এবার ঢাকায় গান গাইতে  আসছেন পাকিস্তানের আলী আজমত। সুফি রক ব্যান্ড ‘জুনুন’র জনপ্রিয় এই ভোকাল তিনি।  আগামী ২ মে ঢাকায় একক কনসার্ট করবেন এই গায়ক। 

‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে। আয়োজন করেছে অ্যাসেন বাজ। যদিও এখনও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি। এ ছাড়া কনসার্টে আলি আজমতের সঙ্গে বাংলাদেশের কোনো শিল্পী মঞ্চ ভাগ করবেন কি-না, সে বিষয়ও চূড়ান্ত হয়নি। তবে আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই এ সম্পর্কিত তথ্য প্রকাশ করা হবে। 

আলি আজমতের সঙ্গে বাংলাদেশের শ্রোতাদের পরিচয় নতুন নয়। জুনুন ব্যান্ডের সঙ্গে তিনি এর আগেও দুইবার বাংলাদেশে পারফর্ম করেছেন। তবে এবারই প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে আসছেন এই গায়ক।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত সুফি ঘরানার রক ব্যান্ড ‘জুনুন’র অন্যতম প্রধান সদস্য আলি আজমত। তাঁর কণ্ঠের জাদুতে ‘সায়োনি’ কিংবা ‘খুদি কো কর বুলন্দ’ গানগুলো পেয়েছে আলাদা মাত্রা। শুধু ব্যান্ডসংগীতেই নয়, বলিউডেও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার ‘গরজ বরস’ গানের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার ‘জিন্দা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

গান ছাড়াও অভিনয়ে দেখা গেছে তাঁকে। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা পাকিস্তানের ব্লকবাস্টার হিট ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সংগীতের প্রতি তাঁর নিবেদন ও বহুমাত্রিক প্রতিভাই তাঁকে আজও দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের মাঝে ভীষণ জনপ্রিয় করে রেখেছে।

২ মে’র কনসার্ট নিয়ে উন্মুখ সংগীতপ্রেমীরা। তাঁরা অপেক্ষায় আছেন, আলী আজমত তাঁর সুফি রক সংগীতের অনন্য আবহ নিয়ে কীভাবে ঢাকার মঞ্চ মাতিয়ে তুলবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনস র ট কনস র ট জনপ র য়

এছাড়াও পড়ুন:

হেফাজতে ইসলামের আজমতে সাহাবা  মহা সম্মেলনে আবু জাফর বাবুল

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার (১ নভেম্বর) দুপুর ২ টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজমতে সাহাবা মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনেবারিধারা জামিয়া মাদানিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী’রসভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরী।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহব্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু,  মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহব্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ। 

আমন্ত্রিত অতিথি ছিলেন, আওলাদে রাসুল আল্লামা সাইদ আল হোসাইনী, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ খান, মাওলানা নাসিরুদ্দিন মুনির, মাওলানা বশির আহমদ।

অনুষ্ঠান শেষে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আজকের সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত, আলেম ওলামাদের সাথে একাত্ম হতে আমি এখানে এসেছি।

তিনি আজমতে সাহাবা মহা সম্মেলনের সকল আলেমা মশায়েখদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • হেফাজতে ইসলামের আজমতে সাহাবা  মহা সম্মেলনে আবু জাফর বাবুল