ঢাবির জাপানিজ স্টাডিজের চেয়ারম্যানকে পুনর্বহাল
Published: 19th, February 2025 GMT
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য কর্তৃক গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তাকে সাময়িকভাবে জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্স ব্যতীত নিয়মিত অনার্স ও মাস্টার্স প্রোগ্রামসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল করা হয়েছে। তবে, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের অ্যাকাডেমিক ও বিভাগের সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার পূর্ববর্তী নির্দেশ বলবৎ রাখা হয়েছে।
এর আগে, বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাদের ভর্তির অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে চেয়ারম্যান ড.
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আদেশের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে গত ১২ ডিসেম্বরের বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে এবং বিভাগের বিভিন্ন স্থানে পোস্টার সেঁটে দিয়ে ‘টোটাল শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, মীমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। একটি কমিটির মাধ্যমে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি পরীক্ষা পরিচালনা এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কমিটিতে ড. মো. জাহাঙ্গীর আলম ছাড়াও বিভাগের আরও দুইজন শিক্ষক ছিলেন। তবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে কার্যত অচল হয়ে আছে বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সকল ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও বর্জন করে শিক্ষার্থীরা।
সৌরভ/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ হ ঙ গ র আলমক পর ক ষ
এছাড়াও পড়ুন:
মডেল মেঘনা আলমের জামিন
রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. সানাউল্লাহ আজ সোমবার এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওমর ফারুক ফারুকী প্রথম আলোক বলেন, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ১৫ এপ্রিল মামলাটি হয়। মেঘনা আলম ও তাঁর পূর্বপরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমিরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার মেঘনা আলমের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ এপ্রিল এই মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এই মামলায় মেঘনা আলম ও তাঁর পরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ আনা হয়।
আরও পড়ুনশুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই সম্পর্ক ছিল, আদালতে মডেল মেঘনা১৭ এপ্রিল ২০২৫৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। তিনি এখন কারাগারে। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা নিয়ে তাঁর বাবা বদরুল আলম সম্প্রতি হাইকোর্টে একটি রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন।
আরও পড়ুনকূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ মেঘনা আলমের বিরুদ্ধে১৭ এপ্রিল ২০২৫রুলে পরোয়ানা ছাড়া বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার, কারণ না জানিয়ে গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টার বেশি হেফাজতে রাখা ও আইনজীবীর সুযোগ না দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চান আদালত।
আরও পড়ুনএবার চাঁদাবাজি–প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো১৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনমেঘনা আলম যে প্রক্রিয়ায় আটক, তা সঠিক হয়নি: আসিফ নজরুল১৩ এপ্রিল ২০২৫