ঢাবির জাপানিজ স্টাডিজের চেয়ারম্যানকে পুনর্বহাল
Published: 19th, February 2025 GMT
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য কর্তৃক গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তাকে সাময়িকভাবে জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্স ব্যতীত নিয়মিত অনার্স ও মাস্টার্স প্রোগ্রামসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল করা হয়েছে। তবে, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের অ্যাকাডেমিক ও বিভাগের সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার পূর্ববর্তী নির্দেশ বলবৎ রাখা হয়েছে।
এর আগে, বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাদের ভর্তির অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে চেয়ারম্যান ড.
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আদেশের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে গত ১২ ডিসেম্বরের বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে এবং বিভাগের বিভিন্ন স্থানে পোস্টার সেঁটে দিয়ে ‘টোটাল শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, মীমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। একটি কমিটির মাধ্যমে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি পরীক্ষা পরিচালনা এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কমিটিতে ড. মো. জাহাঙ্গীর আলম ছাড়াও বিভাগের আরও দুইজন শিক্ষক ছিলেন। তবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে কার্যত অচল হয়ে আছে বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সকল ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও বর্জন করে শিক্ষার্থীরা।
সৌরভ/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ হ ঙ গ র আলমক পর ক ষ
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা