Samakal:
2025-05-01@04:52:15 GMT

লোকসানে রেসের মিউচুয়াল ফান্ড

Published: 20th, February 2025 GMT

লোকসানে রেসের মিউচুয়াল ফান্ড

সম্পদ ব্যবস্থাপক কোম্পানি রেস পরিচালিত ছয় মেয়াদি মিউচুয়াল ফান্ড সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রায় ৮৯ কোটি টাকা লোকসান করেছে।  প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট ৬৫ কোটি টাকা মুনাফা হয়েছিল বলে তথ্য দিয়েছিল সম্পদ ব্যবস্থাপক কোম্পানিটি।

গতকাল রেস পরিচালিত ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রথম জনতা, এক্সিম প্রথম, ট্রাস্ট প্রথম, আইএফআইসি প্রথম এবং ইবিএল প্রথম– এ ছয়টি ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মেয়াদি ১০টিসহ রেস পরিচালিত মিউচুয়াল ফান্ড ১২টি।

নানা অনিয়মের অভিযোগ থাকার পাশাপাশি তদন্তে সহায়তা না করার দায়ে গত বছরের জুনে ফান্ডগুলো পরিচালনায় বিধিনিষেধ আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, গত রোববার প্রত্যাহার করেছে সংস্থাটি। এর পর গতকাল বুধবার ষান্মাষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। প্রথম প্রান্তিকে ইউনিটপ্রতি মুনাফা ছিল ২৭ পয়সা। প্রথম জনতার ক্ষেত্রে প্রথম প্রান্তিকে ৩৩ পয়সা মুনাফার বিপরীতে লোকসান হয়েছে ৪৯ পয়সা।  এক্সিম প্রথম ফান্ডের ২৬ পয়সা মুনাফার বিপরীতে লোকসান ৪৬ পয়সা।  ট্রাস্ট প্রথমের ৩৮ পয়সা মুনাফার বিপরীতে লোকসান ৫৯ পয়সা, আইএফআইসি প্রথমের ৬৩ পয়সা মুনাফার বিপরীতে লোকসান ৫২ পয়সা এবং ইবিএল প্রথমের ৫৪ পয়সা মুনাফার বিপরীতে ৫৬ পয়সা হারে লোকসান হয়েছে।

রেস পরিচালিত এসব ফান্ডের মোট পরিশোধিত মূলধন ১ হাজার ৮৩৯ কোটি টাকা। লোকসানের কারণে গত বৃহস্পতিবারের বাজারমূল্যের হিসাবে ফান্ডগুলো সম্পদমূল্য
কমে সাকল্যে ১ হাজার ৪৪২ কোটি টাকায় নেমেছে। গতকালের বাজারদরে এসব ফান্ডের বাজার মূলধন ছিল মাত্র ৬০৪ কোটি টাকা। এর মধ্যে ইবিএল প্রথম ফান্ডটি সর্বোচ্চ সাড়ে ৪ টাকা দরে কেনাবেচা হয়েছে। বাকিগুলো ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র ম ন ফ র ব পর ত র স পর চ ল ত প রথম

এছাড়াও পড়ুন:

প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দিল আইএফআইসি ব্যাংক

প্রবন্ধ প্রতিযোগিতা ‘ইকো সলভ’-এ বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে আইএফআইসি ব্যাংক। টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীল চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধান বিষয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের স্মারক, সনদ ও সম্মাননা চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় তিনি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রকৃতির সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই প্রবন্ধ প্রতিযোগিতা ব্যাংকের একটি ক্ষুদ্র প্রয়াস হলেও এর প্রভাব সুদূরপ্রসারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে পরিবেশরক্ষা ব্যক্তিগত পর্যায়ে সবার সামাজিক দায়িত্ব বলেও অবহিত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ইকো সলভ প্রবন্ধ প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিয়া হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক কাজী মো. মাহবুব কাশেম ও মো. গোলাম মোস্তফা; প্রতিযোগিতার বিচারক ওয়াটার এইডের রিজিওনাল হেড খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক সৈয়দ মাহবুবুর রহমান এবং নটর ডেম কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব প্রমুখ।

প্রবন্ধ প্রতিযোগিতা ‘ইকো সলভ’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ‘পরিবেশ আপনার, দায়িত্ব আপনার’ শীর্ষক এই আয়োজনে তিন হাজারের বেশি প্রবন্ধ থেকে ১২ জন শিক্ষার্থীর প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দিল আইএফআইসি ব্যাংক