Samakal:
2025-05-01@03:29:54 GMT

গতির ঝড় তোলার চ্যালেঞ্জ নাহিদের

Published: 20th, February 2025 GMT

গতির ঝড় তোলার চ্যালেঞ্জ নাহিদের

শোয়েব আকতার-ব্রেট লিদের সময় চলে গেছে অনেক দিন আগেই। ক্রিকেট মাঠে গতির ঝড় তোলাদের মধ্যে এখনও যে ক’জন রয়েছেন, তাদের নিয়ে বিশ্ব ক্রিকেটে উৎসাহ অনেক। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা কিংবা ইংল্যান্ডের জোরফা আরচারদের সঙ্গে এবার স্পিড এক্সপ্রেসের নয়া বগি বাংলাদেশের নাহিদ রানা। 

কয়েক মাস আগে পাকিস্তান সফরে গিয়েই নিজের জাত চিনিয়ে দিয়ে এসেছিলেন রানা। এবার তাঁকে ঘিরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলছে জোর আলোচনা। সেই রানার সাক্ষাৎকার নিয়েছে আইসিসি মিডিয়া। যেখানে চাঁপাইনবাগঞ্জের ছেলে রানা জানিয়ে দিয়েছেন, তাঁর ক্যারিয়ারে এই প্রথম বিশ্বমঞ্চে খেলার সুযোগ মিলেছে, যা তিনি স্মরণীয় করে রাখতে চান। ‘বিশ্বের সেরা ব্যাটারদের সামনে বোলিং করার সুযোগ পাচ্ছি– এটাই আমার জন্য বড় অনুপ্রেরণা। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। যেখানে প্রতি মুহূর্তে অনেক কিছু শেখা যায়। আমার জন্য এমন মঞ্চে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে আমি ভাগ্যবান, এখানে আসার আগে আমি ঘরোয়া প্রথম শ্রেণির অনেক ম্যাচ খেলেছি। সেখানে আমি ভিন্ন কন্ডিশনে, ভিন্ন ভিন্ন ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া শিখেছি। তবে আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণই ভিন্ন।’

গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় বছর বাইশের এই পেসারের। প্রথম ইনিংসেই লঙ্কানদের তিন উইকেট তুলে রানা তাঁর দম জানিয়ে দেন। এর পর পাকিস্তান সফরে গিয়ে গতির ঝড় তুলতে থাকেন। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের ওপর বোলিং করতে থাকেন। পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম, শান মাসুদ, শান সৌদ শাকিল রীতিমতো নাস্তানাবুদ হয়ে যান রানার গতির সামনে। প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। ফরম্যাট ভিন্ন হলেও আশাবাদী রানা। 

‘আমি প্রতিদিনই মাঠ এবং মাঠের বাইরে কিছু না কিছু শিখছি। কীভাবে শরীরের যত্ন নিতে হয়, ফিটনেস ধরে রাখতে হয় এবং তার জন্য খাদ্যাভ্যাস কেমন হতে হয়– সবকিছুই মেনে চলার চেষ্টা করছি। কোচ এবং দলের অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখছি। আমাদের পেস বোলার গ্রুপটা বেশ ভালো। আশা করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো উইকেট পাব।’

বাংলাদেশ বোলিংয়ের এই নতুনকে নিয়ে আইসিসির আগ্রহ অনেক। রানা কোন শহর থেকে উঠে এসেছেন, তাঁর বেড়ে ওঠার পেছনের গল্পগুলো শুনতে চাওয়া হয়েছিল। ‘আমি যে শহর থেকে এসেছি, সেখানে ক্রিকেটের চেয়ে বিখ্যাত সেখানকার আম। শুরুতে টেপ টেনিস দিয়েই খেলা শুরু করি। তখন মনে হচ্ছিল, আমি অন্যদের চেয়ে একটু বেশি জোরেই বোলিং করি। হয়তো আমি আমার উচ্চতার কারণেই বাড়তি বাউন্স পেয়ে থাকি। আমাদের রাজশাহীর কোচ আলমগীর কবির। তিনিই আমাকে টেনিস বল ছেড়ে ক্রিকেট বলে বোলিং করার জন্য উৎসাহ দেন। জাতীয় দলের সাবেক ওই বোলার আমাকে বোলিংয়ের রানআপ এবং কিছু টেকনিক্যাল ব্যাপার শুধরে দেন। সেজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স র জন য

এছাড়াও পড়ুন:

অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।

গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সম্পর্কিত নিবন্ধ