ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই: চরমোনাই পীর রেজাউল করীম
Published: 20th, February 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। যেখানে জুলুম, দুর্নীতি, অন্যায় থাকবে না। থাকবে শান্তি, সমৃদ্ধি, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং সাম্য। সেই রাষ্ট্র হবে ইসলামি মূল্যবোধের রাষ্ট্র। এ জন্য আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য এই প্রয়াস ইনশা আল্লাহ সফল হবে।’
আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে তিন দিনের মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে ‘ওলামা মাশায়েখ’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলামি দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করেছি। তারা সবাই একমত হয়েছে। আমরা এই আলোচনা অনেক দূর এগিয়েছি। আশা করি, অচিরেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। আগামী নির্বাচনে ইসলামি দলগুলো একটি বাক্স দিতে পারব।’
গতকাল বুধবার চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিল শুরু হয়েছে। তিন দিনের এ মাহফিল শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম।
ওলামা মাশায়েখ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘এ দেশে যখনই কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখনই এ দেশের ওলামায়ে কেরাম প্রতিবাদে গর্জে উঠেছে। সেই গর্জনের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে সব বাতিল অপশক্তি রুখে দিতে হবে। ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সব ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতায় এগিয়ে আসতে হবে।’
সম্মেলনে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব। ইসলামি হুকুমত প্রতিষ্ঠায় এ দেশের ইসলামপন্থীদের টেকসই ঐক্যে আমরা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। তবু আমরা চাই, ইসলামি হুকুমত কায়েমে ইসলামপন্থী সব দলের ঐক্য হোক।’
সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, ‘আজকের এই প্রেক্ষাপটে দেশের ওলামায়ে কেরামের হাতে বড় সুযোগ এসেছে। আমরা যদি এই সুযোগে ইসলামকে বিজয়ী করতে না পারি, তবে জাতি আমাদের ক্ষমা করবে না। আজকে দেশের সর্বস্তরের মানুষের জাতীয় চাহিদা হলো ইসলামপন্থীদের ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হলে সমস্ত বাতিল শক্তি পরাভূত হবে।’
সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘যারা দ্রুত নির্বাচন চায়, তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগে সংস্কার করতে হবে। তার পরে হবে জাতীয় নির্বাচন। এখন ইসলামি শক্তির বলয় বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।’
ওলামা মাশায়েখ সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির আব্দুল হক আজাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মুফতি মিজানুর রহমান, বুড্ডিস্ট ফেডারেশন বাংলাদেশের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মিসরের আল–আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমাদ সিদকী, ইন্দোনেশিয়ার ইসলামিক উম্মাহ ইউনিয়নের প্রতিনিধি আদেহ নুয়ানসা ইউবিসোনু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ইসল ম ল কর ম আম দ র
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব