ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। যেখানে জুলুম, দুর্নীতি, অন্যায় থাকবে না। থাকবে শান্তি, সমৃদ্ধি, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং সাম্য। সেই রাষ্ট্র হবে ইসলামি মূল্যবোধের রাষ্ট্র। এ জন্য আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য এই প্রয়াস ইনশা আল্লাহ সফল হবে।’

আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে তিন দিনের মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে ‘ওলামা মাশায়েখ’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলামি দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করেছি। তারা সবাই একমত হয়েছে। আমরা এই আলোচনা অনেক দূর এগিয়েছি। আশা করি, অচিরেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। আগামী নির্বাচনে ইসলামি দলগুলো একটি বাক্স দিতে পারব।’

গতকাল বুধবার চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিল শুরু হয়েছে। তিন দিনের এ মাহফিল শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম।

ওলামা মাশায়েখ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। তিনি  বলেন, ‘এ দেশে যখনই কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখনই এ দেশের ওলামায়ে কেরাম প্রতিবাদে গর্জে উঠেছে। সেই গর্জনের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে সব বাতিল অপশক্তি রুখে দিতে হবে। ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সব ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতায় এগিয়ে আসতে  হবে।’  

সম্মেলনে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব। ইসলামি হুকুমত প্রতিষ্ঠায় এ দেশের ইসলামপন্থীদের টেকসই ঐক্যে আমরা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। তবু আমরা চাই, ইসলামি হুকুমত কায়েমে ইসলামপন্থী সব দলের ঐক্য হোক।’

সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, ‘আজকের এই প্রেক্ষাপটে দেশের ওলামায়ে কেরামের হাতে বড় সুযোগ এসেছে। আমরা যদি এই সুযোগে ইসলামকে বিজয়ী করতে না পারি, তবে জাতি আমাদের ক্ষমা করবে না। আজকে দেশের সর্বস্তরের মানুষের জাতীয় চাহিদা হলো ইসলামপন্থীদের ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হলে সমস্ত বাতিল শক্তি পরাভূত হবে।’
সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘যারা দ্রুত নির্বাচন চায়, তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগে সংস্কার করতে হবে। তার পরে হবে জাতীয় নির্বাচন। এখন ইসলামি শক্তির বলয় বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।’

ওলামা মাশায়েখ সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির আব্দুল হক আজাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মুফতি মিজানুর রহমান, বুড্ডিস্ট ফেডারেশন বাংলাদেশের সভাপতি দয়াল কুমার বড়ুয়া,  নেয়ামতুল্লাহ আল ফরিদী, মিসরের আল–আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমাদ সিদকী, ইন্দোনেশিয়ার ইসলামিক উম্মাহ ইউনিয়নের প্রতিনিধি আদেহ নুয়ানসা ইউবিসোনু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ইসল ম ল কর ম আম দ র

এছাড়াও পড়ুন:

‘আমার তো একেবারেই গন্ডারের চামড়া’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। 

গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন শ্রীনন্দা। সেখানে সংসার, কাজ নিয়ে সময় কাটছে তার। তবে অভিনয়ে নেই। অভিনয় থেকে দূরে থাকার কারণ কী? ফের কী অভিনয়ে ফিরবেন না শ্রীনন্দা?  

ভারতীয় একটি গণমাধ্যমে আলাপকালে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীনন্দা। এ অভিনেত্রী বলেন, “টলিউডে যাদের সঙ্গেই কাজ করেছি, তাদের সঙ্গে এখনো আমার খুব ভালো সম্পর্ক। ভীষণ ভালো অভিজ্ঞতাও বলা চলে। মুশকিল হলো, বাংলা সিনেমায় তেমন বাজেট থাকে না। সত্যিই যদি খুব ভালো সিনেমা হয় বা এমন কোনো পরিচালক আমাকে অফার দেন যেখানে কোনো ভাবেই ‘না’ করব না। আমি নিশ্চয়ই আবার অভিনয়ে ফিরব।”

আরো পড়ুন:

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী

পরিচালকের আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি

কিছু কিছু লোকের সঙ্গে কাজ করতে গিয়েও মাঝপথে থেমে গিয়েছেন শ্রীনন্দা। কারণ, তাদের সঙ্গে মানসিকভাবে মেলেনি। তার ভাষায়—“মুম্বাই, কলকাতা বা সাউথ ইন্ডাস্ট্রি যেখানেই হোক না কেন, আমি ভালো মানুষের সঙ্গে কাজ করতে চাই। কেউ এমন চরিত্রে সুযোগ দেন, যেখানে প্রয়োজনে টাকাটা ভুলে গিয়ে শুধু পরিচালকের নাম দেখেই কাজটা করব।”

কিছুটা ইঙ্গিপূর্ণভাবে শ্রীনন্দা বলেন, “কাজের পাশাপাশি আমার সংসারও রয়েছে। কর্মক্ষেত্রে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই পেতে হবে, যার জন্য সংসারটা ইগনোর করার কথা ভাবব। অর্থাৎ মনে হবে সংসার ফেলে এই সিনেমাটা আমাকে করতেই হবে। এই বয়েসে একটু কফি খেতে যাবেন? কাজ দেবেন? এগুলো করতে পারব না। সবাই তো চেনেই আমাকে। কাজ দিতে হলে দেবেন।”

সোশ্যাল মিডিয়ায় সরব শ্রীনন্দা। অনেকে ভেবেছিলেন, এ মাধ্যমে কাজ করে টাকা আয় করে থাকেন। তাদের উদ্দেশে শ্রীনন্দা বলেন, “অনেকেরই ভ্রান্ত ধারণা এটাও আমার পেশা। এখান থেকে অনেক টাকা উপার্জন করা যায়। আমি নিজেও আগে বিষয়টা জানতাম না। পোস্ট করতে করতে বুঝেছি। আমি এখন মুম্বাইয়ে মায়ের সঙ্গে পুরোদমে নাচের স্কুল চালাচ্ছি। এখন মোট ছয়টা ব্রাঞ্চ এবং ছাত্রছাত্রীর সংখ্যাও নেহাতই কম নয়। সব মিলিয়ে ভালো আছি।”

সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন শ্রীনন্দা। এ বিষয়ে তিনি বলেন, “আমার তো একেবারেই গন্ডারের চামড়া হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমাকে একজন বলেছিলেন, ‘রিল মামনি’। আমি আর মা এটা শুনে হেসে গড়িয়ে পড়েছি। মাঝেমধ্যে এসব বেশ মজাও লাগে। তবে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, সেটা খুব মন থেকেই ভক্তরা দিচ্ছেন বলে আমার বিশ্বাস। আমি মনে করি, এটা আমার জীবনে আশীর্বাদ।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ