আজও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
Published: 23rd, February 2025 GMT
দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার বৃষ্টি হয়। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে ঢাকার কাছের মানিকগঞ্জের আরিচায়। রাজধানীতেও আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল বৃষ্টি হওয়ায় আজ দেশের অনেক স্থানে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। তবে আগামীকাল থেকেই তা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সেই ডিসেম্বর মাস থেকেই বৃষ্টি প্রায় নেই বললেই চলে। রাজধানীতে আগের মতোই এবারও বৃষ্টি কম। এর মধ্যে হঠাৎ বৃষ্টি কেন? আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, পশ্চিম বায়ুপ্রবাহের সঙ্গে দক্ষিণ–পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পসমৃদ্ধ বায়ুর সঙ্গে একধরনের ধাক্কায় এ বৃষ্টি হচ্ছে। এ সময় এমনটাই হয়। আর এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় মানিকগঞ্জের আরিচায়, ৪৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয় আট মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গতকাল এর মধ্যে ১১টি স্টেশনে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ দেশের আট বিভাগের দুয়েক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে রংপুর বিভাগের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানী বা এর আশপাশেও বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে বৃষ্টির পর আজ রাজধানীর তাপমাত্রা সামান্য কমেছে। আজ এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স লস য় স আজ দ শ র গতক ল
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।