লেবাননের হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে সমবেত হয়েছেন অঞ্চলের লাখ লাখ শোকাহত মানুষ। গত বছর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর এই দুই শীর্ষ নেতাকে শহীদ করে।

জানাজায় অংশ নিতে বিশ্বব্যাপী শোকাহতরা রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় (গ্রিনিচ মান সময় ৭টায়) বৈরুত স্টেডিয়াম (ক্যামিলে চামুন স্পোর্টস সিটি স্টেডিয়াম) এবং দক্ষিণ বৈরুতের নিকটবর্তী রাস্তায় সমবেত হন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ইরান সরকারের প্রতিনিধিরা এবং বেসরকারি নাগরিকরা জানাজায় উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন:

ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি ইরানের

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

বিশাল এই অনুষ্ঠানের অংশ হিসেবে বৈরুতের রাস্তাগুলো দুই শহীদের পাশাপাশি ইরানের প্রয়াত সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘আমরা প্রতিশ্রুতিতে অটল থাকব।’

রবিবার বৈরুতের দক্ষিণ উপশহর বুর্জ আল-বারাজনে নাসরুল্লাহকে দাফন করা হবে এবং সোমবার সাফিউদ্দিনকে তার নিজ শহর দেইর কানুন আল-নাহরে দাফন করা হবে। 

তথ্যসূত্র: ইরনা

ঢাকা/হাসান/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা

বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।

ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।

ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।

শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’

প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত

সম্পর্কিত নিবন্ধ