পাবনায় ইছামতী নদী খননের জন্য মাইকিং করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় প্রচার মাইক আটকে রাখা হয়। গতকাল সোমবার দুপুরে নদীপারের বসতিরা বিক্ষোভ মিছিল করেন।
সোমবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে মাইকে প্রচার চালানো হয়। মাইকে নদীপারের বসতিদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা প্রচার মাইক আটকে দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে পথসভা করেন। এ সময় বক্তব্য দেন ইছামতী নদীপারের বৈধ স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাদুর রহমান মিন্টু, সদস্য শফিউর রেজা নান্না, প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বৈধ জমিতে বসবাস করছি। আমাদের কাগজপত্রও আছে। এর পর উচ্ছেদ অভিযান চালালে আদালতে মামলা করি। এরপরও নতুন করে উচ্ছেদের পাঁয়তারা দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ, ক্ষতিপূরণ দিয়ে খনন কাজ করা হোক।
মামলা চলমান থাকা সত্ত্বেও খননের জন্য মাইকিং কেন করা হচ্ছে– জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সবকিছু আইন মেনেই করা হচ্ছে। এর বেশি কিছু বলতে রাজি হননি এ কর্মকর্তা। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ