উচ্ছেদের মাইকিংয়ে ইছামতীপারের বসতিদের ক্ষোভ
Published: 24th, February 2025 GMT
পাবনায় ইছামতী নদী খননের জন্য মাইকিং করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় প্রচার মাইক আটকে রাখা হয়। গতকাল সোমবার দুপুরে নদীপারের বসতিরা বিক্ষোভ মিছিল করেন।
সোমবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে মাইকে প্রচার চালানো হয়। মাইকে নদীপারের বসতিদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা প্রচার মাইক আটকে দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে পথসভা করেন। এ সময় বক্তব্য দেন ইছামতী নদীপারের বৈধ স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাদুর রহমান মিন্টু, সদস্য শফিউর রেজা নান্না, প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বৈধ জমিতে বসবাস করছি। আমাদের কাগজপত্রও আছে। এর পর উচ্ছেদ অভিযান চালালে আদালতে মামলা করি। এরপরও নতুন করে উচ্ছেদের পাঁয়তারা দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ, ক্ষতিপূরণ দিয়ে খনন কাজ করা হোক।
মামলা চলমান থাকা সত্ত্বেও খননের জন্য মাইকিং কেন করা হচ্ছে– জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সবকিছু আইন মেনেই করা হচ্ছে। এর বেশি কিছু বলতে রাজি হননি এ কর্মকর্তা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক