রমজানে ছিনতাই-চাঁদাবাজি রুখতে পুলিশের বিশেষ কন্ট্রোল রুম চালু
Published: 27th, February 2025 GMT
পবিত্র রমজান মাসে চট্টগ্রাম মহানগরীতে ছিনতাই চাঁদাবাজীসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড রুখতে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। এই কন্ট্রোল রুমের তিনটি হটলাইন নম্বরে কল করে নগরীর যে কোন প্রান্তে পুলিশের তাৎক্ষনিক রেসপন্স পাবেন নগরবাসী।
প্রথম রমজান থেকেই এই স্পেশাল কন্ট্রোল রুমের সেবা পাবেন নগরবাসী। এই তথ্য জানিয়েছেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কুইক/ইমারজেন্সি সাপোর্ট করার জন্য একটি স্পেশাল কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রথম রোজা থেকে এর কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, সিএমপি’র মোটরসাইকেল মোবাইল পার্টিকে আরও বেশি সক্রিয় হওয়া পরামর্শসহ অপরাধপ্রবণ এলাকায এবং সুপারমার্কেট বা শপিংমলের সামনে যৌথবাহিনীর টহল জোরদার করা হবে। ব্যাংক থেকে বড় অংকের টাকা আনা নেয়ার সময় যে কেউ চাইলে পুলিশের গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।
রমজানে চট্টগ্রাম নগর পুলিশেল স্পেশাল কন্ট্রোল রুমের হটলাইন নম্বরসমূহ হলো - 01320-057998 ও 01320-054384 (শুধুমাত্র রমজান মাসের জন্য প্রযোজ্য)। এছাড়া জাতীয় জরুরি সেবা- 999, স্পেশাল কন্ট্রোল যথারীতি চালু থাকবে।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাল সংস্কারে ধীরগতিতে দুর্ভোগে নগরবাসী
২ / ৯ঘরের সামনে জমে আছে কালো দুর্গন্ধযুক্ত পানি