সিরিজ কনসার্ট করতে যাচ্ছে ‘অর্থহীন’
Published: 27th, February 2025 GMT
২৬ বছরের সংগীত সফরে প্রথমবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছে দেশের আলোচিত ব্যান্ড অর্থহীন। একটি, দুটি নয় একক কনসার্টের সিরিজ করতে যাচ্ছে রক ঘরানার এ ব্যান্ড। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামে এ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। এ আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
আয়োজকরা জানান, জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হচ্ছে। ২৮ তারিখ বিকেল ৪টায় দর্শকের জন্য মিলনায়তনের গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারবেন।
এদিকে মজার একটি ভিডিওর মাধ্যমে এ কনসার্টের ঘোষণা দিয়েছেন অর্থহীন ব্যান্ডের সদস্যরা। ভিডিওতে দেখা গেছে, অর্থহীনের তিন সদস্য এক জায়গায় বসে আছেন। তাদের মধ্যমণি ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমন একটি ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত। এরপর সুমন দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলা শুরু করলেন, ‘হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদের সামনে এসেছি বড় একটা অ্যানাউন্সমেন্ট দিতে। ইউএলএ আমরা সব অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে এ কথাটাই বলি। কিন্তু আজকের অ্যানাউন্সমেন্টটা একটি ভিন্নধর্মী; সেটা হচ্ছে, এ মাসের ফেব্রুয়ারির ২৮ তারিখ আইফোন সিক্সটিন-ই রিলিজ হতে যাচ্ছে।’
সুমনের মুখে এ কথা শোনার পর পাশে বসে থাকা অর্থহীনের দুই সদস্য একটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। ব্যান্ডের ড্রামার মার্ক ডন তখন কানে কানে এসে বলেন, ‘সুমন ভাই, এটা তো আমাদের শোয়ের প্রমোশনাল ভিডিও। সুমন তখন জানাতে চাইলেন, ‘আইফোন না কি যেন কালকে তাইতে কী কইলো।’ মার্ক তখন বললেন, ‘আইফোন ওটা তো অ্যাপল বের করছে, আমরা তো অর্থহীন।’
এ কথা শোনার পর সুমন হেসে ফেলে ক্যামেরা কাট কারতে বললেন। ক্যামেরাম্যানকে এও জানালের, এই অংশটুকু যেন ভিডিওতে না রাখা হয়। পাশে থাকা এহতেশামকে ও বললেন, ‘আসল কথাটা মনে করাইয়া দিবা না।’
শুনে হেসে ফেলেন এহতেশামও। এরপরই সুমনের পক্ষ থেকে আসে আসল ঘোষণা। জানান, প্রথমবারের মতো অর্থহীন একক কনসার্ট করতে যাচ্ছে। যার শিরোনাম ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। এত বছরের সংগীত সফরে এই প্রথম তারা এককভাবে কোনো আয়োজনে অংশ নিচ্ছে, যেটি হতে যাচ্ছে তাদের একটি সিরিজ কনসার্ট। ঢাকা এবং ঢাকার বাইরে ধারাবাহিকভাবে এই আয়োজন হবে।
এই সিরিজ কনসার্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। ঢাকার বাইরে এবং পুনরায় এ সিরিজের বাকি কনসার্টগুলোর ঘোষণাও নির্দিষ্ট সময়ে দেওয়া হবে বলে জানান অর্থহীন ব্যান্ডের শিল্পী ও বেজবাবাখ্যাত গিটারিস্ট সুমন।
প্রসঙ্গত, ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম আয়োজন শুরু করেছেন অর্থহীন সদস্যরা। নতুন লাইনআপের পাশাপাশি অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি। বর্তমানে ব্যান্ডে আছেন বেজ গিটারিস্ট সুমন, ড্রামার মার্ক ডন ও লিড গিটারিস্ট এহতেশাম আলী মঈন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কনস র ট কনস র ট র সদস য
এছাড়াও পড়ুন:
২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হচ্ছে সালমান এফ রহমানের বিরুদ্ধে
জালিয়াতির মাধ্যমে এলসির বিপরীতে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পাঁচটি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন, তাতে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানও আসামি হতে যাচ্ছেন।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয় মামলাগুলোর অনুমোদন দেয়। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান রহমানের পাশাপাশি তাঁর ছেলে, ভাই, ভাতিজা, জনতা ব্যাংকের কর্মকর্তাসহ ৩৪ জনের বিরুদ্ধে এই মামলাগুলো হবে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, অনুমোদিত পাঁচ মামলায় ৩৪ জন আসামির বিরুদ্ধে মোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
মামলায় সালমান এফ রহমান ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন তাঁর ছেলে শায়ান এফ রহমান, ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, সোহেল রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান, বেক্সিমকো গ্রুপের পরিচালক ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী, পরিচালক এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক ও রীম এইচ শামসুদ্দোহা।
এ ছাড়া স্কাইনেট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল বাশার ও পরিচালক নাসরিন আহমেদ, ক্রিসেন্ট অ্যাকসেসরিজের এমডি আবু নাঈম মাহমুদ সালেহিন ও পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেডের এমডি মোহাম্মদ আলিফ ইবনে জুলফিকার ও পরিচালক নুসরাত হায়দার, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের এমডি ওয়াসীউর রহমান ও পরিচালক রিজিয়া আক্তার, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি সালাউদ্দিন খান মজলিস ও পরিচালক আবদুর রউফ, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের এমডি মাহফুজুর রহমান খান ও পরিচালক সৈয়দ তানবির এলাহী আফেন্দী সম্ভাব্য আসামির তালিকায় রয়েছেন।
জনতা ব্যাংকের মধ্য থেকে আসামি করা হচ্ছে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুছ ছালাম আজাদ ও আবদুল জব্বার, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আবদুর রহিম, সাবেক মহাব্যবস্থাপক শহিদুল হক, অবসরপ্রাপ্ত ডিজিএম (রপ্তানি বিভাগ) মমতাজুল ইসলাম, সিনিয়র অফিসার রফিকুল ইসলাম, ব্যবস্থাপক সালেহ আহম্মেদ, অবসরপ্রাপ্ত এজিএম মোয়াজ্জেম হোসেন, সাবেক এজিএম (রপ্তানি) মোহাম্মদ শাজাহান, সাবেক এজিএম (রপ্তানি) হুমায়ুন কবির ঢালী ও প্রিন্সিপাল অফিসার শ ম মাহাতাব হোসাইন বাদশাকে।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের যোগসাজশে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। এর মধ্যে পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের নামে ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২ দশমিক ২৫ ডলার, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেডের নামে ১ কোটি ৮৮ লাখ ৩ হাজার ৬৫৮ দশমিক ৯১ ডলার, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭ দশমিক ৪৫ ডলার, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেডের নামে ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার এবং ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২ দশমিক ৪৬ ডলার আত্মসাৎ হয়।
সব মিলিয়ে আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ কোটি ৫৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার কোটি টাকা।
সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। এরপর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়।