চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়া জয় শাহের সঙ্গে সাক্ষাত করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এরপর পাকিস্তান যাওয়ার কথা রয়েছে তার।

রাইজিংবিডকে বিসিবি অফিসিয়াল বিষয়টি নিশ্চিত করেছে। ৪ মার্চ চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল চলাকালীন দুবাইয়ে জয় শাহের সাথে সাক্ষাত হবে ফারুকের। ইতিমধ্যে জয় শাহের আমন্ত্রণ পেয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।

বিসিবি অফিশিয়াল বলেন, “দুবাইয়ে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহর সাথে সাক্ষাত হবে বিসিবি প্রেসিডেন্টের। জয় শাহ আমন্ত্রণ পাঠিয়েছেন। আশা করা হচ্ছে দুজন ক্রিকেট নিয়ে মতবিনিময় করবেন।”

আরো পড়ুন:

সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুকের বৈঠকে কী হয়েছে

জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ

এদিকে দুবাইয়ের পাঠ শেষে পরদিন পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ফারুকের। দ্বিতীয় সেমিফাইনালের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকবির সাথে সাক্ষাত করবেন ফারুক। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় শ হ র

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ