খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
Published: 2nd, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম রমজানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মাদরাসা ও এতিমখানা’র শিক্ষক-ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মুহাম্মদ টি এইচ তোফা।
রবিবার (২ মার্চ) সিদ্ধিরগঞ্জের ‘নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা ক্বারী মোহাম্মদ আলী মর্তুজা‘র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সংগ্রামী সভাপতি, নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি, আল-মদিনা জামে মসজিদ কমপ্লেক্সর সভাপতি, সিদ্ধিরগঞ্জ মানবকল্যান পরিষদ, ইকরা ইসলামী পাঠাগারের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা।
এছাড়াও এই ইফতারে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রতিষ্ঠানের সদস্য, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে ধর্মীয় আলোচনা করা হয়। মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে, দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে মাদরাসার ও এতিখানার ছাত্রদের নিয়ে ইফতারি করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ম দর স ইফত র
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক