চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে শুরুতে উইকেট হারানোর পর ট্রাভিস হেড ছোট্ট ঝড় দেখান। এরপর দলের রান একশ’ হতেই ভাঙে স্টিভ স্মিথ-মার্নাস লাবুশানের জুটি। পরে দলকে টানতে থাকা স্মিথ দলের ২০০ রানের আগে ফেরেন। পরেই আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া ৩৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অ্যালেক্স কেরি ৩৯ রান করেছেন। তার সঙ্গী বেন ডারসুইচ।  

এর আগে দলের ৪ রানে ব্যক্তিগত শূন্য করে ফিরে যান অজি ওপেনার কুপার কনলি। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। দলের রান তখন ৫৮। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। চারে নামা মার্নাস লাবুশানে দলের ১১০ রানে ৩৬ বলে ২৯  রানের ইনিংস খেলে ফিরেছেন। 

পরে আউট হন জস ইংলিশ। তার ব্যাট থেকে মাত্র ১১ রান পায় অজিরা। দলের রান ১৯৮ হলে বোল্ড হন স্মিথ। তিনি ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন। চারটি ও একটি ছক্কা মেরেছেন। ম্যাক্সওয়েল এক ছক্কা মারার পরেই অক্ষরের বলে বোল্ড হন। 

ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু শটের ইনজুরিতে কনলিকে একাদশে রেখেছে। লেগ স্পিনার তানভীর সাংহা আছেন একাদশে। ভারত ৪ স্পিনার নিয়ে খেলছে।  

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। 

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, কুপার কনলি, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইচ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সাংহা। 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দল র র ন

এছাড়াও পড়ুন:

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।

এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। 

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। 

সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।

সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ