দলের রান দুইশ’ হতেই ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া
Published: 4th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে শুরুতে উইকেট হারানোর পর ট্রাভিস হেড ছোট্ট ঝড় দেখান। এরপর দলের রান একশ’ হতেই ভাঙে স্টিভ স্মিথ-মার্নাস লাবুশানের জুটি। পরে দলকে টানতে থাকা স্মিথ দলের ২০০ রানের আগে ফেরেন। পরেই আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়া ৩৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অ্যালেক্স কেরি ৩৯ রান করেছেন। তার সঙ্গী বেন ডারসুইচ।
এর আগে দলের ৪ রানে ব্যক্তিগত শূন্য করে ফিরে যান অজি ওপেনার কুপার কনলি। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। দলের রান তখন ৫৮। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। চারে নামা মার্নাস লাবুশানে দলের ১১০ রানে ৩৬ বলে ২৯ রানের ইনিংস খেলে ফিরেছেন।
পরে আউট হন জস ইংলিশ। তার ব্যাট থেকে মাত্র ১১ রান পায় অজিরা। দলের রান ১৯৮ হলে বোল্ড হন স্মিথ। তিনি ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন। চারটি ও একটি ছক্কা মেরেছেন। ম্যাক্সওয়েল এক ছক্কা মারার পরেই অক্ষরের বলে বোল্ড হন।
ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু শটের ইনজুরিতে কনলিকে একাদশে রেখেছে। লেগ স্পিনার তানভীর সাংহা আছেন একাদশে। ভারত ৪ স্পিনার নিয়ে খেলছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, কুপার কনলি, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইচ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সাংহা।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: দল র র ন
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে