আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক ভালো দিক আছে : টুটুল
Published: 7th, March 2025 GMT
আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেছেন, বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক ভালো দিক আছে। কিন্তু আমরা মনে করি পরিপুর্ণ দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সে দলগুলো পরিপুর্ণ কাজ করতে পারেনি। যার কারণে আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি।
একটা গবেষণায় দেখা গেছে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বসবাসের অযোগ্য শহর হচ্ছে ঢাকা। আমাদের পরিবেশ এত বেশি খারাপ হয়েছে যে, ঢাকার বাতাসে সিসা রয়েছে। যার কারণে পরিবেশবিদরা বলছেন, ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে। এর পেছনে মূল সমস্যা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে গড়ে উঠেছে। বাবার মৃত্যুর পরই কন্যা দায়িত্ব নেয়। স্বামীর মৃত্যুর পরই স্ত্রী দায়িত্ব নেয়। মায়ের পরে সন্তান, সন্তানের পর আবার মা আসে।
কিন্তু এখান থেকে বের করে যোগ্যতা ভিত্তিতে মানুষের অধিকার নিয়ে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আমরা মনে করি বাংলাদেশের যুবকদের সমস্যা দুইটি। একটা হচ্ছে বেকারত্ব আরেকটা হচ্ছে মাদকাসক্ত। এই সমস্যার সমাধান যদি দ্রুত করা যায়, বাংলাদেশের যুব সমাজ পৃথিবীর যেকোন দেশের যুবসমাজের সাথে প্রতিযোগিতায় সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আমাদের সতের কোটি মানুষের চৌত্রিশ কোটি হাত। সেগুলো কিন্তু কর্মের হাত। প্রত্যেকটা মানুষ কাজ করতে চায়, অলস থাকতে চায় না। কাজ নেই বলেই এখানে অলসতা। কাজ নেই বলে যুবকরা আড্ডা দিচ্ছে। কাজ নেই বলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকছে। আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থান প্রত্যেকটা যুবকের অধিকার।
এই অধিকার নিশ্চিত করার অন্দোলন হচ্ছে এবি যুব পার্টির কাজ। পাশাপাশি মাদকের যে করাল গ্রাস, বিভিন্ন নামে মাদক আমাদের সমাজে বিস্তার করে রেখেছে এক শ্রেণির কালো টাকার ব্যবসায়ীরা। এই সিস্টেমটাকে যদি আমরা মূলোৎপাটন করতে পারি, তাহলেই এখান থেকে যুবকদেরকে আমরা নিয়ে আসতে পারবো।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি খোলামার্কেট এলাকায় সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে যুব সমাবেশ ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি শাহাদাতুল্লাহ টুটুল এবি যুব পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে আরিফুল ইসলামকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে আগামী এক বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক- সাজ্জাদ কবির সুজন, মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র জন ত ন র য়ণগঞ জ ল ইসল ম আম দ র সদস য
এছাড়াও পড়ুন:
হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা
বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।
ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।
ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।
শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত