Samakal:
2025-08-01@09:13:49 GMT

শাকিব খানের ‘দরদ’ এবার টিভিতে

Published: 10th, March 2025 GMT

শাকিব খানের ‘দরদ’ এবার টিভিতে

শাকিব খান অভিনীত ‘দরদ’গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও বলা হয়েছিল বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে। তবে ভারতে একই সঙ্গে মুক্তি পায়নি। অবশেষে বাংলাদেশে মুক্তির তিন মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পায়। যদিও তার আগে বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিনেমাটি।

নতুন খবর হচ্ছে  অনন্য মামুন পরিচালিত সিনেমাটি এবার দেখা যাবে টেলিভিশনে। চ্যানেল আই এবার সিনেমাটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করছে। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটি প্রচারিত হবে দরদ।

সাইকো থ্রিলার গল্পে নির্মিত হয়েছে দরদ। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। সে একজন সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। তার স্ত্রী ফাতিমা সিনেমার নায়ক সরফরাজ খানের বিশাল ভক্ত। একদিন সরফরাজের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর দুলু মিয়া হয়ে উঠে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় সাইকো হয়ে উঠে।

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?

শুরুটা যেভাবে করেছিলেন

সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।

৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটে

ভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’

সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে

সম্পর্কিত নিবন্ধ

  • মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?