পবিত্র রমজান মাসে ঢাকার বিভিন্ন জায়গায় বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণ করবে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। 

রাজধানীর মহাখালী, তেজগাঁও, শিশুমেলা, মিরপুর ও কড়াইল বস্তিতে ডিএনসিসি কর্তৃক ৫টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন ভিন্ন রকমের ইফতার দেওয়া হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের। এছাড়া প্রচেষ্টার ভ্রাম্যমাণ ট্রাকে করেও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ইফতার বিতরণ করা হচ্ছে। এই কাজের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বিনামূল্যে পুরো রমজান মাসের জন্য মহাখালী কমিউনিটি সেন্টারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানেই সকাল থেকে চলে ইফতার প্রস্তুতের কাজ। 

‘তৃপ্তির রমজান’ শিরোনামের এই ইভেন্টে সহায়তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসি একটি উন্নত, মানবিক ও ন্যায্য নগর গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণাকে সামনে রেখে, ঢাকাকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথেও আমরা কাজ করছি।

এছাড়া আজিমুর রোকেয়া রহমান ট্রাস্টের ট্রাস্টি ফাইজা রহমান বলেন, রমজানে সন্ধ্যা নামলেই কারও ঘরে বাহারি ইফতার, কারো ঘরে শুধু পানি আর শুকনো মুড়ি দিয়ে ইফতার হয়। একই দেশে, একই শহরে, একই আকাশের নিচে বাস করা দুইটি শ্রেণির মানুষের খাবারের মাঝে কেন এত পার্থক্য থাকবে? এই আয়োজনে মাসব্যাপী রান্নার জন্য বাবুর্চিসহ সবরকম সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছে আজিমুর রোকেরা রহমান ট্রাস্ট। পাশাপাশি যেসব এলাকায় বুথ বসানো হয়নি সেসব এলাকায় খাবার বিতরণ ও পৌঁছানোর জন্য মোবাইল বুথের (ট্রাক) ব্যবস্থা করা হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে।

ইফতার আয়োজন সম্পর্কে জানতে চাইলে ‘তৃপ্তির রমজানের’ অপারেশন ইনচার্জ অপু বলেন, মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী প্রচেষ্টা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। ৫ম রমজান পর্যন্ত আমরা ৪০০০ মানুষকে ইফতার দিতে সক্ষম হয়েছি। আমাদের ইফতার মেন্যুতে একেকদিন একেক আইটেম থাকছে। কোনদিন আলুরচপ, বেগুনি, ফল ও ছোলা, মুড়ি, কোনদিন মুরগীর তেহারি, কোনদিন মুরগীর খিচুড়ি আর ডিম, কোনদিন সাদাভাত আর মুরগীর মাংস।

এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকরাম উদ্দিন আবির বলেন, পুরো রমজানে প্রায় ৫০ হাজার মানুষের ইফতার নিশ্চিত করতে আমরা কাজ করছি। 

বিত্তবান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে কিনা জানতে চাইলে প্রচেষ্টা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো.

আতিকুর রহমান আতিক বলেন, এই আয়োজনে আমরা উন্মুক্ত ডোনেশন সংগ্রহ করছি। একজন মানুষের ইফতারের জন্য মাত্র ৯০ টাকা খরচ হয় আমাদের। কেউ চাইলে আমাদের অর্থ সহায়তা দিয়ে অংশগ্রহণ করতে পারেন অথবা নিজেরা বাজার করেও আমাদের মহাখালী কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দিতে পারবেন। এখানে প্রতিদিন ২০০০ মানুষের জন্য ইফতার প্রস্তুতের ব্যবস্থা রেখেছি আমরা। 
এই আয়োজনে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন - ০১৬৭৫৯১৯৯৫১ অথবা ০১৭৯৭৫৯৯৮৫৬ নম্বরে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র ব তরণ ইফত র ব তরণ র ইফত র র জন য ক জ কর ক নদ ন আম দ র রহম ন রমজ ন

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ