কোরাস ব্র্যান্ডের নতুন ৩ মডেলের অত্যাধুনিক সাউন্ডবার আনলো ওয়ালটন
Published: 11th, March 2025 GMT
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাউন্ডবার। কোরাস ব্র্যান্ডের সাউন্ডবারগুলোর মডেল ডব্লিউএসবি১৮০১, ডব্লিউএসবি১৮০২ এবং ডব্লিউএসবি২০০।
উন্নতমানের সাউন্ড কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাউন্ডবারগুলো সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিনেমা দেখা, গেমিং কিংবা পার্টির জন্য ওয়ালটনের এই সাউন্ডবারগুলো হতে পারে পারফেক্ট চয়েস।
ওয়ালটনের নতুন সাউন্ডবারগুলোর মধ্যে ডব্লিউএসবি১৮০১ ও ডব্লিউএসবি১৮০২ মডেল দুটি ১৮০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। সাবউফার ও সাউন্ডবারের সমন্বয়ে তৈরি এই দুটি মডেল গভীর বেজ ও স্পষ্ট সাউন্ড প্রদান করে। সাউন্ডবারের স্পিকারগুলোর আকার ৫৫×৮৫ মিলিমিটার, যা ব্যালান্সড ও ডিটেইলড সাউন্ড নিশ্চিত করে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ৪০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত হওয়ায় উচ্চ ও নিম্নমাত্রার শব্দ নিখুঁতভাবে শোনা যায়। এতে রয়েছে ব্লুটুথ ৫.
আরো পড়ুন:
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন নেত্রকোণার খোকন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার ফরিদপুরের কলেজছাত্র রাসেল ফকির
শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য ওয়ালটনের ডব্লিউএসবি২০০ মডেলের সাউন্ডবারটি পারফেক্ট চয়েজ। এটি ২০০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাবউফার এবং মাল্টি-স্পিকার সেটআপ, যা গভীর বেজ ও স্পষ্ট অডিও প্রদান করে। ডব্লিউএসবি২০০ মডেলটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৩০ হার্জ থেকে ১৮ কিলোহার্জ পর্যন্ত, যা আরো বিস্তৃত ও উন্নত সাউন্ড রেঞ্জ নিশ্চিত করে। এতে ৭৫ ডেসিবল পর্যন্ত এস/এন রেশিও এবং ৪০ ডেসিবল পর্যন্ত সেপারেশন থাকায় শব্দের স্বচ্ছতা আরো উন্নত হয়েছে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। উন্নতমানের বেজ, নিখুঁত সাউন্ড ব্যালান্স ও মাল্টিপল কানেক্টিভিটি অপশনের কারণে এই সাউন্ডবারগুলো সব ধরনের বিনোদনের জন্য আদর্শ।”
তিনি জানান, সাউন্ডবারগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১৪,৭৫০ টাকা, ১৩,৯৫০ টাকা এবং ১৫,৭৫০ টাকা। নতুন এই ৩ মডেলের সাউন্ডবারে বর্তমানে ১০ শতাংশ বিশেষ ছাড় চলছে।
নতুন সাউন্ডবারগুলোর ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম, যা ঘরের যেকোনো ইন্টেরিয়রের সঙ্গে মানিয়ে যাবে। ডব্লিউএসবি১৮০১ ও ডব্লিউএসবি১৮০২ মডেলগুলোর সাবউফারের ডাইমেনশন ১৯০ × ৩০৬ × ৩৬৮ মিমি এবং সাউন্ডবারের ডাইমেনশন ৯০০ × ১০৫ × ৭০ মিমি, যা কম্প্যাক্ট এবং স্টাইলিশ লুক প্রদান করে। অন্যদিকে, ডব্লিউএসবি২০০ মডেলের সাবউফারের আকার ১৯০ × ৩৭৩ × ৩২০ মিমি এবং সাউন্ডবারের আকার ৯০০ × ৭২ × ৯৩ মিমি, যা আরো শক্তিশালী অডিও আউটপুট নিশ্চিত করতে সহায়ক।
ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ এখন ওয়ালটন প্লাজা ও ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/music/speaker) থেকে ক্রয় করা যাবে। প্রতিটি মডেলের সাথেই থাকছে ১ বছরের ওয়ারেন্টি, যা গ্রাহকদের জন্য দিচ্ছে বাড়তি নির্ভরযোগ্যতা।
ঢাকা/অগাস্টিন সুজন/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন শ চ ত কর র জন য
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//