‘অনেক ক্ষমতাশালীর পতন ঘটেছে ক্ষমা চায় নাই বলে’
Published: 13th, March 2025 GMT
এক হাঁটু ভেঙে তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আঁধারের মধ্যে বসে তাকিয়ে আছেন আফরান নিশো। তার লম্বা চুল, মুখভর্তি সাদা কালো দাড়ি। পিছনে লোহার বেড়ি, যেখানে রক্তের ছাপ লেগে আছে। এমন একটি পোস্টার প্রকাশ হয়েছে ‘দাগি’ সিনেমার। যা দেখে চমকে উঠেছে সিনেমাপ্রেমীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশের পর নেটিজেনরা ধারণা করছেন, পোস্টারের মতো দাগি সিনেমাজুড়ে নিশো তার নামের সুবিচার করবেন। দু‘দিন আগে ‘দাগি’র এক মিনিটের টিজার রিলিজ হলেও প্রশংসিত হয়। তবে পোস্টার নিয়ে চলছে বেশী মাতামাতি।
জাকির হোসেন জয় নামের একজন লিখেছেন, আফরান নিশো এমন ভয়ংকর এক্সপ্রেশন একদম কড়া লাগছে। টিজারের পর এমন একটা কড়া পোস্টার আসার খুব দরকার ছিল। সুমাইয়া সাথী লিখেছেন, নিশোর এই লুকটা জাস্ট ওয়াও। নিরব মিয়া লিখেছেন, ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখছি। আশা করি মনেও দাগ কেটে যাবে।
প্রকাশিত অফিশিয়াল পোস্টারের ক্যাপশনে লেখা, ‘ক্ষমা চাইতে সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন ঘটে গেছে ক্ষমা চায় নাই বলে।’
নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দুবছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন। দাগি নির্মাণ করেছেন শিহাব শাহীন। তিনি জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা ‘দাগি’। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফর ন ন শ
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক