তুষার বৃষ্টি আর শূন্য ডিগ্রি তাপমাত্রার মধ্যে এ বছর মস্কোয় রমজান শুরু হয়েছে। নামাজির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। রাজধানীতে মুসলিম সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। রাশিয়ায় রমজানের বৈশিষ্ট্য হলো, ধর্মীয় ঐতিহ্য এবং স্থানীয় মুসলিম সংস্কৃতি মেলবন্ধন দেখা যায়। মধ্য এশিয়া, আরব দেশ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা মুসলিমদের উপস্থিতি এই অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

 ইসলাম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। মোট জনসংখ্যার ১৫ শতাংশ মুসলমান। প্রায় দুই কোটি ষাট লাখ মুসলমান বাস করেন রাশিয়ায়। রাশিয়ার মুফতি কাউন্সিলের প্রধান রাভিল আইনুদ্দিন জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা রাশিয়ার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশে পৌঁছতে পারে। বেশির ভাগ মুসলিম বসবাস করেন উত্তর ককেশাস, তাতারস্তান এবং বাশকোর্তোস্তান অঞ্চলে, তবে মস্কো এবং অন্যান্য বড় শহরে মুসলিম জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা দেশটিতে একটি নতুন ইসলামি বৈচিত্র্যের সন্ধান দিয়েছে এবং রমজান উদ্‌যাপনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মস্কো (আনাতোলিয়া) তারাবিহ নামাজ পড়তে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রমজ ন

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ