চীনের এক্সপ্রেস ডেলিভারির দক্ষতা বাড়াচ্ছে এআই
Published: 15th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নতিতে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠানগুলো ড্রোন, স্বচালিত যান ও অন্যান্য আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে লজিস্টিক কার্যক্রম আরো দক্ষ করছে। এতে চীনজুড়ে বেড়েছে ডেলিভারির গতি, কমছে ব্যয়।
সাংহাইয়ের একটি কুরিয়ার কোম্পানিতে এআই-সহায়ক রুট পরিকল্পক দু লান পার্সেল সংগ্রহ, স্থানান্তর ও বিতরণ প্রক্রিয়াকে আরো উন্নত করতে এআই ও বিগ ডাটা ব্যবহার করছেন।
আবার ওয়াইটি টেকনোলজির কর্মকর্তা তু লান জানালেন, ফুচৌ সিটি থেকে শিচিয়াচুয়াং হয়ে সুনিং সিটিতে ডেলিভারির জন্য এআই দুটি বিকল্প রুট দিয়েছে। আগে পার্সেল তৃতীয় দিনের শুরুতে পৌঁছাত, এখন এআই বলছে, এটি দ্বিতীয় দিনের মধ্যাহ্নের মধ্যেই পৌঁছানো সম্ভব।
এআই শুধু রুট পরিকল্পনাই নয়, বরং পুরো ডেলিভারি চেইনেও পরিবর্তন আনছে। সিছুয়ানের ছেংতুর সিনতু জেলায় কুরিয়াররা স্বচালিত গাড়িতে পার্সেল লোড করছেন, যা স্থানীয় বিতরণ কেন্দ্রে পৌঁছে দিচ্ছে।
এতে প্রতি পার্সেলের খরচ ৪২ শতাংশ কমেছে এবং ডেলিভারিম্যানদের বারবার স্টেশনে যাওয়া লাগছে না বলে জানালেন সিনতুর জেডটিও এক্সপ্রেসের নেটওয়ার্ক ব্যবস্থাপনা বিভাগের প্রধান হান হুইচিয়াং।
সূত্র: সিএমজি বাংলা
ঢাকা/হাসান/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক