‘গাছে পেরেক ব্যবহার থেকে সরে আসতে হবে’
Published: 16th, March 2025 GMT
গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই গাছে পেরেক ব্যবহার থেকে সবাইকে সরে আসতে হবে।
আজ রোববার হবিগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গাছ সুরক্ষায় গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ দেশের ২৮টি জেলায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি পালন করে আসছে বন বিভাগ। এ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো.
আলোচনা সভায় বক্তারা বলেন, গাছের প্রতি ভালোবাসা আরও বাড়াতে হবে। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান গাছের গায়ে পেরেক দিয়ে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল প্রমুখ।
পরে জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে আটকানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এনডিসি জামাল উদ্দিন, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলসহ বন বিভাগের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ।ওভাল টেস্ট–৩য় দিন
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস