ওপর-নিচ কোলাজ করা দুটি ছবি। ওপরেরটিতে দেখা যাচ্ছে ৭২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে বার্সেলোনা। আর নিচেরটিতে দেখা যাচ্ছে ৯৮ মিনিটে উল্লাসরত বার্সা এগিয়ে ৪-২ গোলে। বার্সেলোনার ফেসবুক পেজে পোস্ট করা এই ছবির ক্যাপশনে লেখা, ‘এটা সেটাই, যেটিকে আপনারা ঘুরে দাঁড়ানো বলেন।’

হ্যাঁ, আক্ষরিক অর্থেই গতকাল রাতে রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প লিখেছেন লামিনে ইয়ামাল-ফেরান তরেসরা।

যেখানে ৭২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে হারতে থাকা বার্সা শেষ পর্যন্ত জিতেছে ৪-২ গোলে। তাও জয়সূচক গোল দুটি এসেছে যোগ করা সময়ে। অবিশ্বাস্যই বটে। এই রূপকথার গল্প লেখার কৃতিত্বটা দিতে হবে ইয়ামাল ও তরেসকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অসাধারণ এক গোল করে ম্যাচে প্রথমবারের মতো বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল।

৬ মিনিট পর সেই ইয়ামালের অ্যাসিস্টে ব্যবধান ৪-২ করেন তরেস। ৭৮ মিনিটে এই তরেসের গোলেই সমতায় ফিরেছিল বার্সা। সব মিলিয়ে অনবদ্য এক থ্রিলার লিখে শিরোপা লড়াইয়ে নিজেদের দাবিটা বেশ উঁচু স্বরেই জানিয়ে রাখল বার্সা। আর জিততে জিততে হেরে যাওয়া আতলেতিকো ট্রফির লড়াই থেকে খানিকটা পিছিয়েই পড়ল।

আরও পড়ুনলা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার আজ অগ্নিপরীক্ষা১৩ ঘণ্টা আগে

থ্রিলার লিখে জেতার পর পয়েন্ট তালিকায় এক ম্যাচ হাতে রেখে এখন সবার ওপরে উঠে গেছে বার্সা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬০। ২৮ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (‍+৪৮) চেয়ে রিয়াল (‍+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬।

এই মৌসুমে গতকালের আগে আতলেতিকোর বিপক্ষে দুটি ম্যাচ খেলে কোনোটিতেই জিততে পারেনি বার্সা। লা লিগায় ঘরের মাঠে বার্সা হেরেছিল ২-১ গোলে, আর কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচ ড্র হয়েছে ৪-৪ গোলে। এমন পরিস্থিতিতে আতলেতিকোর মাঠে কিছুটা সতর্ক থেকেই মাঠে নামতে হয় বার্সাকে। যদিও কোনো সতর্কতাই প্রথমার্ধে কাজে আসেনি। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফিনিশিংয়ে করা গোলে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে বার্সা।

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আতলেতিকো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আতল ত ক

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ