ওপর-নিচ কোলাজ করা দুটি ছবি। ওপরেরটিতে দেখা যাচ্ছে ৭২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে বার্সেলোনা। আর নিচেরটিতে দেখা যাচ্ছে ৯৮ মিনিটে উল্লাসরত বার্সা এগিয়ে ৪-২ গোলে। বার্সেলোনার ফেসবুক পেজে পোস্ট করা এই ছবির ক্যাপশনে লেখা, ‘এটা সেটাই, যেটিকে আপনারা ঘুরে দাঁড়ানো বলেন।’

হ্যাঁ, আক্ষরিক অর্থেই গতকাল রাতে রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প লিখেছেন লামিনে ইয়ামাল-ফেরান তরেসরা।

যেখানে ৭২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে হারতে থাকা বার্সা শেষ পর্যন্ত জিতেছে ৪-২ গোলে। তাও জয়সূচক গোল দুটি এসেছে যোগ করা সময়ে। অবিশ্বাস্যই বটে। এই রূপকথার গল্প লেখার কৃতিত্বটা দিতে হবে ইয়ামাল ও তরেসকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অসাধারণ এক গোল করে ম্যাচে প্রথমবারের মতো বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল।

৬ মিনিট পর সেই ইয়ামালের অ্যাসিস্টে ব্যবধান ৪-২ করেন তরেস। ৭৮ মিনিটে এই তরেসের গোলেই সমতায় ফিরেছিল বার্সা। সব মিলিয়ে অনবদ্য এক থ্রিলার লিখে শিরোপা লড়াইয়ে নিজেদের দাবিটা বেশ উঁচু স্বরেই জানিয়ে রাখল বার্সা। আর জিততে জিততে হেরে যাওয়া আতলেতিকো ট্রফির লড়াই থেকে খানিকটা পিছিয়েই পড়ল।

আরও পড়ুনলা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার আজ অগ্নিপরীক্ষা১৩ ঘণ্টা আগে

থ্রিলার লিখে জেতার পর পয়েন্ট তালিকায় এক ম্যাচ হাতে রেখে এখন সবার ওপরে উঠে গেছে বার্সা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬০। ২৮ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (‍+৪৮) চেয়ে রিয়াল (‍+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬।

এই মৌসুমে গতকালের আগে আতলেতিকোর বিপক্ষে দুটি ম্যাচ খেলে কোনোটিতেই জিততে পারেনি বার্সা। লা লিগায় ঘরের মাঠে বার্সা হেরেছিল ২-১ গোলে, আর কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচ ড্র হয়েছে ৪-৪ গোলে। এমন পরিস্থিতিতে আতলেতিকোর মাঠে কিছুটা সতর্ক থেকেই মাঠে নামতে হয় বার্সাকে। যদিও কোনো সতর্কতাই প্রথমার্ধে কাজে আসেনি। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফিনিশিংয়ে করা গোলে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে বার্সা।

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আতলেতিকো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আতল ত ক

এছাড়াও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা

নারী ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে আবারও আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে ঘোষণা করেছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর তালিকা। ১২ জুন শুরু হয়ে এই ক্রিকেট উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত, যার সমাপ্তি ঘটবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মাধ্যমে।

এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।

টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।  
 
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।

আরো পড়ুন:

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার 

আগামী আসরে সরাসরি জায়গা করে নিয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল: স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল আসবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে, যেখানে বাংলাদেশসহ আরও বেশ কিছু দলকে লড়াই করতে হবে মূলপর্বে জায়গা পাওয়ার জন্য।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বার্তায় জানান, “২০১৭ সালে নারী ক্রিকেট ইতিহাসে যে অধ্যায় লর্ডসে রচিত হয়েছিল, এবার আমরা সেই আবহে ফিরে যেতে চাই। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ইসিবি প্রধান রিচার্ড গুল্ড বলেন, “আমরা গর্বিত যে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। নারী ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর লর্ডসে ফাইনাল আয়োজন—এটা প্রতিটি ক্রিকেটারের স্বপ্নপূরণের এক সম্ভাবনা।”

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ