লা লিগায় শিরোপার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ফেররান তরেসের জোড়া গোল ও লামিন ইয়ামালের চমক দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।  

রিয়াদ এয়ার মেট্রোপলিটানে ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির পর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সরলথ। তবে এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এক মিনিটের ব্যবধানে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে সমতা ফেরান বদলি হিসেবে নামা তরেস।  

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখন অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। এরপর যোগ করা সময়ের শেষ দিকে ফেররান তরেস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন বার্সার।  

এই জয়ে ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৬০-এ। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও, তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ