মহাকাশ থেকে ফিরলে নভোচারীদের শরীরে যেসব প্রভাব পড়ে
Published: 17th, March 2025 GMT
তিন থেকে চার ঘণ্টার বিমানযাত্রা শেষে এয়ারপোর্টে পা রাখার পর অনেকেরই মাথা ঘুরে থাকে। কারও আবার চোখের দৃষ্টি কিছুটা ঘোলা হয়ে যায়। তাহলে ভাবুন তো, যেসব নভোচারী দীর্ঘদিন মহাকাশে অবস্থান শেষে পৃথিবীতে ফিরে আসেন, তাঁদের অবস্থা কেমন হয়। চোখ ফুলে যাওয়া, শিশুর মতো ত্বক নরম হয়ে যাওয়ার পাশাপাশি নানা ধরনের মানসিক সমস্যার মুখোমুখি হন তাঁরা। পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের শারীরিক ও মানসিক অবস্থা কেমন হয়, তা জেনে নেওয়া যাক।
বিভিন্ন গবেষণার তথ্যমতে, মহাকাশে মাধ্যাকর্ষণের অভাবে নভোচারীদের হাড়ের ঘনত্ব কমে যায়। এর ফলে নভোচারীদের বাহু, পা ও কোমরের হাড়সহ হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয়। মহাকাশে থাকার সময় মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে হয় না, আর তাই রক্তের পরিমাণ সংকুচিত হয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাটও বেঁধে যায়।
আরও পড়ুনমহাকাশ স্টেশনে থাকলে নভোচারীদের শরীরে যেসব প্রভাব পড়ে১৭ নভেম্বর ২০২৪পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের বিভিন্ন শারীরিক সমস্যা হওয়ার বিষয়ে সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যালান ডাফি বলেন, নভোচারীদের মাথায় তরল জমা হয়, তাই তাঁদের অবিরাম ঠান্ডা লেগে থাকে। ঘ্রাণশক্তিও হ্রাস পায়। মহাকাশ থেকে ফিরে আসার পর নভোচারীদের হাঁটতে কষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরানো ও দৃষ্টিশক্তি কমে যেতে পারে। চারপাশে তরল জমা হওয়ায় তাঁদের চোখের বলের আকারেও পরিবর্তন হয়।
আরও পড়ুনমহাকাশ থেকে সুনিতাদের ফেরার পথ খুলল১৫ মার্চ ২০২৫মহাকাশে অবস্থান শেষে যখন নভোচারীরা পৃথিবীতে ফিরে আসেন, তখন তাঁদের অনেককে দেখে কোমা থেকে ফিরে আসছেন বলে মনে হয়। এ বিষয়ে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির পদার্থবিদ ব্র্যাড টাকার বলেন, তখনকার অবস্থা খুবই ক্লান্তিকর। ফিরে আসার পর নভোচারীদের মধ্যে মানসিক চাপ দেখা যায়।
সূত্র: দ্য গার্ডিয়ান
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রায়হান/ইভা