গাজীপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

প্রধান অতিথি হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা একযুগ পেরিয়ে গেছে, এখনো বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। কথা বলা ও লেখার অপরাধে একাধিক সাংবাদিককে জেলবন্দি জীবন কাটাতে হয়েছে ও নির্বাসনে যেতে হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ গণতন্ত্রের জন্য হুমকি।’’

আরো পড়ুন:

নিষেধাজ্ঞা বাতিল, সরকারি বিজ্ঞাপন পাবে ‘সাপ্তাহিক একতা’

বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ: ফখরুল 

তিনি আরো বলেন, ‘‘মাগুরায় ৮ বছরের শিশু এবং বরগুনায় ১২ বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পবিত্র রমজান মাসেও দেশে চুরি, ছিনতাই, খুন, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকেরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারেননি। তৎকালীন সময়ে কিছু সাংবাদিক জামায়াতের সংবাদগুলো বিকৃতভাবে মিডিয়াতে উপস্থাপন করতেন। একজন সাংবাদিকের লেখনী হতে হবে নিরপেক্ষ ও মজলুম মানুষের পক্ষে।’’

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, খায়রুল আলম, আবুল হাশেম খান, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুসহ জামায়াতে ইসলামী মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।
 

ঢাকা/রেজাউল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইফত র ইসল ম ইফত র

এছাড়াও পড়ুন:

পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক

গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

জনপ্রিয় মার্কিন পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সে ইলন মাস্ক ৩আই/অ্যাটলাস নামের আন্তনাক্ষত্রিক বস্তু সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বস্তুটি কোনো ভিনগ্রহের মহাকাশযান হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, ‘আপনি যদি এটিকে সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি করেন, তবে তা হবে একটি অত্যন্ত ভারী মহাকাশযান। এটি এমন একটি যান হতে পারে, যা একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার চেয়েও খারাপ কিছু ঘটাতে পারে। যদি আমি ভিনগ্রহের কোনো প্রমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে কথা দিচ্ছি আপনার অনুষ্ঠানে আসব। আর এখানেই তা প্রকাশ করব।’

অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।

জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ