বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার সোহান নামের এক আসামিকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা মহিলা দলের সভানেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

পরে তাদের আদালতে পাঠানো হয়। আজ বিকেলে আদালত তাদের জামিন দেন।   

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড এলাকার মিজান টাওয়ার নামের একটি মার্কেটের সামনে থেকে সোহান নামের প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশির জন্য থানায় আনা হয়। এর কিছুক্ষণ পরই ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম থানার অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় ইসরাত জাহান শিরিন নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে সোহানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তারা থানার ভেতরে প্রবেশ করেন। এছাড়াও গ্রেপ্তার সোহানকে থানার হাজতখানায় নিতে নিষেধ করেন তারা। তবে পুলিশ আসামিকে হাজতখানায় নিতে চাইলে, তারা পুলিশকে ধাক্কা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম থানার বারান্দায় দাঁড়িয়ে লোকজন জড়ো করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গতকাল রাতে একটি প্রতারণা মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় উপজেলা মহিলা দলের সভানেত্রী দাবি করে এক নারী ও তার মেয়ে থানায় প্রবেশ করে। পরে তারা ওই গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও জোর জবরদস্তি করে। এ ঘটনায় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা মহিলা দলের সভানেত্রী এবং বরগুনার নারী ও শিশু পিপি রঞ্জুআরা শিপু বলেন, থানায় আসামি ছিনিয়ে আনার কোনো ঘটনা ঘটেনি। একটু উচ্চবাচ্য হয়েছে মাত্র। আদালত তাদের জামিন দিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বরগ ন ইসর ত জ হ ন শ র ন উপজ ল বরগ ন

এছাড়াও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হবে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়েছে। ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ২ ঘণ্টা আগে

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে। ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://ku.ac.bd -তে পাওয়া যাবে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যোপান্ত০১ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ