গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদায়নের প্রজ্ঞাপনটি ভুয়া
Published: 20th, October 2025 GMT
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (সাময়িক বরখাস্ত) গণপূর্ত জোন, বরিশালে বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে গণপূর্ত জোন, বরিশালে বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর ১৪ অক্টোবর ২০২৫ তারিখের যে স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং অনুবিভাগ-২ এ কর্মরত অতিরিক্ত সচিব মো.
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত ভুয়া প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত, চোখ বাঁধা অবস্থায় ভ্যানচালক উদ্ধার
ফরিদপুরের সালথায় দুর্বৃত্তদের হামলায় উৎপল সরকার (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ভ্যানচালককে চোখ বেঁধে একটি সেতুর সঙ্গে বেঁধে রাখে। আজ শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া এলাকার কালীতলা সেতুসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকাল নয়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নিহত উৎপল সরকার ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের ছেলে।
সালথা থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের পাশে ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পাশেই একটি সেতুর সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায় একই গ্রামের ভ্যানচালক ফিরোজ মোল্লাকে। তাঁর চোখ বাঁধা ছিল। পরে স্থানীয় লোকজনের কাছে ভোররাতে কী ঘটেছিল, তা খুলে বলেন ভ্যানচালক ফিরোজ।
ভ্যানচালকের বরাত দিয়ে রনকাইল গ্রামের বাসিন্দা কাজী শাহীন বলেন, নিহত উৎপল সরকার মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতপরিচয় তিন–চারজন ডাকাত দেশি অস্ত্রের মুখে ভ্যানচালক ফিরোজকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে। পরে উৎপলের সঙ্গে থাকা টাকাপয়সা লুট করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মারুফ হাসান বলেন, দু–তিনজন দুর্বৃত্ত ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটিকে ডাকাতি বলা যায় না। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে মূল কারণ বলা যাবে।