বিশ্ব অর্থনীতির প্রধান দুই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এক অবিশ্বাস্য প্রযুক্তিগত প্রতিযোগিতার মুখোমুখি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে তাদের সৃষ্ট প্রতিযোগিতা পৃথিবীকে একটি নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক প্রভাব বজায় রাখতে চায়; অন্যদিকে চীন বর্তমান বিশ্ব শাসন ব্যবস্থা ভেঙে নতুন পৃথিবী তৈরি করতে চায়। তাই প্রযুক্তির এই সর্বাধুনিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা শুধু প্রযুক্তিগত বা অর্থনৈতিক লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি বৈশ্বিক রাজনীতির ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই প্রতিযোগিতার মধ্যে ঝুঁকি ও সম্ভাবনার সমন্বয় ঘটছে। তবে এটি নির্ভর করে বাংলাদেশ কীভাবে এই প্রতিযোগিতাকে নিজের উপকারে ব্যবহার এবং কীভাবে সংশ্লিষ্ট ঝুঁকি প্রতিরোধ করতে পারবে, তার ওপর।

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চীন যখন নজর কাড়ার মতো এক ঘটনা ঘটায়, তখন তা শুধু মার্কিন অর্থনীতির জন্য শঙ্কা তৈরি করেনি; বরং বৈশ্বিক প্রযুক্তি ভারসাম্যে এক নতুন অস্থিরতা সৃষ্টি করে। রিপোর্ট অনুযায়ী, চীনের তৈরি উন্মুক্ত ভাষা মডেল ডিপসিক সক্ষমতায় মার্কিন চ্যাটজিপিটি৪-এর তুলনায় অগ্রসর এবং কম খরচে তৈরি, যা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে ৩.

১ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০-এ ১.৫ শতাংশ পতন ঘটিয়েছে। শুধু মার্কিন অর্থনীতি নয়; এ ঘটনা বৈশ্বিক অর্থনীতিকে নতুন সংকটে ফেলেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন একটি প্রযুক্তি, যা বিশ্বব্যাপী প্রতিটি খাতে বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখে এবং এ ক্ষেত্রে যে দেশ প্রথম অবস্থানে থাকবে, তার অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব দীর্ঘকাল স্থায়ী হতে পারে। ২০১৮ সাল থেকে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতে থাকা বাণিজ্য যুদ্ধ শুধু অর্থনৈতিক না, বরং এটি প্রযুক্তিগত যুদ্ধেও রূপ নেয়। চীন তার প্রযুক্তি খাতকে উৎসাহিত করতে বিনিয়োগ করেছে। যেমন আলিবাবা, টেনসেন্ট ও বাইদুর মতো চীনা কোম্পানি বিশ্বব্যাপী মার্কিন প্রযুক্তির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রও এই চীনা প্রযুক্তি বৃদ্ধির প্রতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেখিয়েছে এবং চীনা কোম্পানিগুলোর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য মার্কিন-চীন এআই প্রতিযোগিতা নানাবিধ ঝুঁকি তৈরি করতে পারে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের দুটি প্রধান বাণিজ্যিক অংশীদার। এই দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে বাংলাদেশের রপ্তানি বাজার সংকুচিত হতে পারে। আর দ্বিতীয়ত,  বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি, তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। এআই প্রযুক্তির উন্নয়নের ফলে অনেক ঐতিহ্যবাহী চাকরি হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে, যা বাংলাদেশের জন্য একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি করতে পারে। তৃতীয়ত, মার্কিন-চীন প্রতিযোগিতার ফলে বাংলাদেশকে কৌশলগতভাবে সতর্ক থাকতে হবে। এ দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়লে বাংলাদেশকে কূটনৈতিকভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো এক দেশের পক্ষ নেওয়া বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চতুর্থত, যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই বাংলাদেশে তাদের প্রযুক্তি ও নিরাপত্তা-বিষয়ক প্রভাব বিস্তার করতে চায়, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।  
এটি কিছু সম্ভাবনাও তৈরি করে। প্রথমত, বাংলাদেশ এআই প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও শিল্প খাতে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশ এআই প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন নতুন শিল্প ও কর্মসংস্থান তৈরি করতে পারে। তৃতীয়ত, মার্কিন-চীন প্রতিযোগিতার ফলে বাংলাদেশ কূটনৈতিকভাবে সুবিধা আদায় করতে পারে। এ দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতার ফলে বাংলাদেশ উভয় পক্ষের কাছ থেকে সহযোগিতা ও বিনিয়োগ পেতে পারে।  

মার্কিন-চীন এআই প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, বাংলাদেশকে এআই প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। দ্বিতীয়ত, এআই প্রযুক্তির উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তৃতীয়ত, বাংলাদেশকে এআই প্রযুক্তির উন্নয়নে নীতি ও কৌশল প্রণয়ন করতে হবে। 
বাংলাদেশের জন্য প্রয়োজন এই প্রতিযোগিতার ঝুঁকি মোকাবিলা করা এবং সম্ভাবনাকে কাজে লাগানো। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, যদি সঠিক কৌশল ও নীতি গ্রহণ করা হয়।

ড. সুজিত কুমার দত্ত: অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ল দ শ র জন য

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ