রাজধানীতে ‘সেলস লিডার্স বিডি’র ইফতার মাহফিল
Published: 22nd, March 2025 GMT
সেলস প্রফেশনালদের জন্য প্রথম ও সর্ববৃহত্তম নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘সেলস লিডার্স বিডি’ দ্বিতীয়বারের মতো আয়োজন করল ‘সেলস ইফতার’। শুক্রবার রাজধানীর মিরপুরে ফুড রেল রেস্তোরায় অনুষ্ঠিত এ আয়োজন দেশের শীর্ষ সেলস পেশাদার ও কর্পোরেট ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয়।
সেলস লিডার্স বিডি একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব ও লিংকডইন প্রোফাইল সব মিলে ৫ লাখ সেলস প্রফেশনালদের লার্নিং ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে।
এদিন ইফতারের পাশাপাশি ‘সেলস ক্যারিয়ার গ্রোথে নেটওয়ার্কিংয়ের ভূমিকা’ ও ‘লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্যারিয়ার উন্নয়নে প্রভাব’ বিষয়ক দুটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নেটওয়ার্ক তৈরির কৌশল ও লার্নিং ডেভেলপমেন্টের গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই এই আয়োজনের প্রশংসা করেন এবং প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফিক্স বাংলাদেশের সিইও শামীম আজাদ, লিড প্রপার্টিসের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রবাসী পল্লী গ্রুপের জিএম ও হেড অফ সেলস নিজাম আকন্দ, আউটবক্স কমিউনিকেশনের সিইও মিজানুর রহমান, গাজী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোরশেদুল ইসলাম, ম্যানেজমেন্ট ও ট্রেনিং কনসালটেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, সুপার সাইনস কেবলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ড.
অনুষ্ঠানটির উপস্থাপনাসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলস লিডার্স বিডির ফাউন্ডার ও প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আকন্দ এবং তার সাথে সহযোগিতা করেছিলেন এই প্লাটফর্মের ডিরেক্টরবৃন্দ খালিদ হাসান রাব্বি, ইমরান আইয়ুব, মো. আবুল কাশেম, মিনার হোসেন ও মেম্বার এনামুল হক। তিনি এই আয়োজনের সফল বাস্তবায়নে অংশ নেয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে প্ল্যাটফর্মটির সঙ্গে সবাইকে একসঙ্গে থেকে বাংলাদেশের সেলস প্রফেশনালদের লার্নিং এন্ড ডেভেলপমেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইফত র স লস ল ড র স ব ড ড ভ লপম ন ট প ল য টফর ম স লস প অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক
গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
জনপ্রিয় মার্কিন পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সে ইলন মাস্ক ৩আই/অ্যাটলাস নামের আন্তনাক্ষত্রিক বস্তু সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বস্তুটি কোনো ভিনগ্রহের মহাকাশযান হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, ‘আপনি যদি এটিকে সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি করেন, তবে তা হবে একটি অত্যন্ত ভারী মহাকাশযান। এটি এমন একটি যান হতে পারে, যা একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার চেয়েও খারাপ কিছু ঘটাতে পারে। যদি আমি ভিনগ্রহের কোনো প্রমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে কথা দিচ্ছি আপনার অনুষ্ঠানে আসব। আর এখানেই তা প্রকাশ করব।’
অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।
জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া