ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যুবদলের ইফতার মাহফিলের মঞ্চ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২২ মার্চ) আশুলিয়ার ভাদাইল এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে। 

স্থানীয়দের অভিযোগ, ভাদাইল এলাকায় যুবদলের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সে আয়োজনে দাওয়াত না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা পিয়ার আলী তার দলবল নিয়ে হামলা চালান। এসময় মঞ্চ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ফেলে দেওয়া হয় ইফতার মাহফিলে পরিবেশনের জন্য তৈরি ১৫ পাতিল বিরিয়ানি। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষে আশঙ্কা তৈরি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

যুবদল নেতা মো.

জহির অভিযোগ করেন, পিয়ার আলীকে দাওয়াত না দেওয়ায় তারা মঞ্চ ভাঙচুর করেছে। খাবার নষ্ট করে চলে গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি পিয়ার আলী বলেন, “যিনি আয়োজন করেছেন তিনি বিএনপির কোন পোস্টে নেই। তিনি কেন এমন আয়োজন করবেন। এ বিষয়ে পরে কথা বলবো।”

ঢাকা/সাব্বির/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ