গুগল তার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল জেমিনির বিনা মূল্যের সংস্করণে অডিও ওভারভিউ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে। এ সুবিধা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পডকাস্ট তৈরি করা যাবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ডকস, পিডিএফ বা ইউটিউব ভিডিও থেকে তথ্য নিয়ে এআই হোস্টের কথোপকথনের আকারে তা শুনতে পারবেন।

গুগল জানিয়েছে, অডিও ওভারভিউ এখন আরও উন্নত হয়েছে এবং এতে ডিপ রিসার্চের ওপর ভিত্তি করে পডকাস্ট তৈরির সুবিধা যোগ করা হয়েছে। অর্থাৎ জেমিনি যে বিশদ প্রতিবেদন তৈরি করতে পারে, তা এবার দুটি এআই হোস্ট কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করবে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই ফিচার বিশেষ করে শিক্ষার্থী ও গবেষকদের জন্য উপযোগী হবে। দীর্ঘ ও জটিল তথ্যকে সহজবোধ্য ও আকর্ষণীয় কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হবে, যা পাঠের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। পাশাপাশি ব্যবহারকারীরা পডকাস্ট চলাকালীন যেকোনো সময় প্রশ্ন করতে পারবেন, আর এআই হোস্ট সংরক্ষিত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর দেবে।

এ ছাড়া গুগল ক্যানভাস নামে নতুন আরেকটি সুবিধা চালু করেছে। সুবিধাটি ব্যবহারকারীদের জন্য একটি ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কস্পেস তৈরি করবে। এতে একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে পরিবর্তনগুলো দেখতে পাবেন। কার্যকারিতার দিক থেকে এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ক্যানভাস ফিচারের মতোই কাজ করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র পডক স ট

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ