রাজশাহীতে নাবিল গ্রুপের এমডির স্থাবর সম্পদ জব্দের আদেশ
Published: 24th, March 2025 GMT
নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের নামে থাকা আরও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রীর নামে থাকা যেসব জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো রাজশাহীতে। এ ছাড়া নাবিল ফার্মা, নাবিল নাবা ফুডস ও আনোয়ার ফিডের নামে কেনা জমিও জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৯ মার্চ আমিনুল ইসলাম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া আমিনুল ইসলামের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছিল।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আমিনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও ঘুষ–দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি ৯৪ লাখ টাকা জমা রয়েছে বলে দুদক জানিয়েছে।
আরও পড়ুননাবিল গ্রুপের সম্পদ জব্দ ও ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ০৯ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব